স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’র নায়িকা তিনি। প্রথম ধারাবাহিকেই দর্শকদের পছন্দের তালিকায় দীপান্বিতা রক্ষিত। তাঁর বলা সংলাপ ‘পেঁপে দিয়ে চেপে দেব’ কিংবা ‘চেতলা থেকে চৌরঙ্গী, বেহালা থেকে বেলঘরিয়া... এখনও শুধু একটাই ব্র্যান্ড’— ২০২১-এ সমাজমাধ্যম থেকে দর্শকমনে সাড়া ফেলে দিয়েছিল। তাঁর এবং অভিনেতা রাহুল মজুমদারের জুটিও জনপ্রিয়তা পেয়েছিল। খবর, সেই জুটি আবারও ছোট পর্দায় ফিরছে।
কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল দীপান্বিতার সঙ্গে। অভিনেত্রী হেঁয়ালি করে বললেন, “এ বার ধারাবাহিকে নয়, আমরা সুরে সুরে ফিরছি!” তার পরেই মৃদু হাসি। যোগ করলেন, “একটি গানের অনুষ্ঠানের সঞ্চালনা করেছি। চলতি মাসের শেষে সান বাংলায় দেখানো হবে ‘প্রাণের উৎসব’। সেখানেই আমি আর রাহুলদা জুটি বেঁধে।” মুম্বই থেকে উড়ে আসছেন আকৃতি কক্কর। আর থাকবেন ঊষা উত্থুপ, পৌষালী বন্দ্যোপাধ্যায়, সমিধ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। এঁদের গান শোনা যাবে বিশেষ অনুষ্ঠানে।
আরও পড়ুন:
রাহুল ভাল অভিনেতা। ততটাই ভাল সঞ্চালক কি? “আমার থেকে অনেক ভাল। আমি চিত্রনাট্য মুখস্থ করে গড়গড়িয়ে বলে দিতে পারি। নিজে থেকে বাড়তি সংযোজন করতে পারি না। কারণ, আমি ভাল কথা বলতে জানি না। রাহুলদা সেটা খুব ভাল পারে। যে কোনও পরিস্থিতিতেই ঠিক কথা বলে বেরিয়ে আসে। সঞ্চালনায় এই গুণ খুব কাজে আসে”, বললেন ছোট পর্দার ‘খুকুমণি’। দর্শক যে আবার জুটিকে ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসাবে দেখতে চাইছেন! বলতেই হইহই করে উঠলেন তিনি। অভিনেত্রীও মুখিয়ে আছেন, জানাতে ভুললেন না। তাঁর কথায়, “আমরাও পরস্পরের সঙ্গ উপভোগ করি। রাহুলদা আমার সঙ্গে কাজ করতে ভালবাসে। আমিও ওর সঙ্গে বেশি স্বচ্ছন্দ। রাহুলদার স্ত্রী প্রীতিদির সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। সেই ছাপটাই পর্দায় পড়ে হয়তো। তাই দর্শকেরা আমাদের আবারও ফিরে পেতে চাইছেন।”