Advertisement
২৫ জানুয়ারি ২০২৫
Bollywood

মডেলকে নিগ্রহ, অশ্লীল ছবি পাঠানো... মাদক কাণ্ডে গ্রেফতার এই বলি অভিনেতা মানেই বিতর্ক

এজাজের স্ত্রী অ্যান্দ্রিয়া বিনোদন জগতের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত না হলেও রঙিন দুনিয়ায় তিনি পরিচিত। তাঁদের ছেলের নাম আলেকজান্ডার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১১:০৫
Share: Save:
০১ ১৮
মাদককাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন আগেই। উঠেছিল আপত্তিজনক ভিডিয়ো পোস্ট করার অভিযোগও। অভিনেতা এজাজ খানের পরিচয়পর্ব বেশির ভাগই ঢাকা বিতর্কে। সম্প্রতি বিতর্ক উস্কে দিয়ে আবার মাদককাণ্ডে জড়িয়েছেন তিনি।

মাদককাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন আগেই। উঠেছিল আপত্তিজনক ভিডিয়ো পোস্ট করার অভিযোগও। অভিনেতা এজাজ খানের পরিচয়পর্ব বেশির ভাগই ঢাকা বিতর্কে। সম্প্রতি বিতর্ক উস্কে দিয়ে আবার মাদককাণ্ডে জড়িয়েছেন তিনি।

০২ ১৮
এজাজের জন্ম ১৯৮১ সালের ২৯ মে, গুজরাতের আমদাবাদে। বিশ্ব ভারতী স্কুল এবং মির্জাপুরের সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। বিনোদনের দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ ২০০৩ সালে, ‘পাঠ’ ছবিতে।

এজাজের জন্ম ১৯৮১ সালের ২৯ মে, গুজরাতের আমদাবাদে। বিশ্ব ভারতী স্কুল এবং মির্জাপুরের সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। বিনোদনের দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ ২০০৩ সালে, ‘পাঠ’ ছবিতে।

০৩ ১৮
৪ বছর পরে প্রথম কাজ ছোট পর্দায়। ২০০৭ সালে তিনি অভিনয় করেন একতা কপূরের ধারাবাহিক ‘ক্যয়া হোগা নিম্মো কা’-এ। পরের বছরই যোগ দেন রিয়্যালিটি শো ‘বলিউড ক্লাব’-এ। এই শো-এ তিনি জয়ী হন। পরে বিগ বস-সহ বহু রিয়্যালিটি শো-এ তাঁকে দেখা গিয়েছে।

৪ বছর পরে প্রথম কাজ ছোট পর্দায়। ২০০৭ সালে তিনি অভিনয় করেন একতা কপূরের ধারাবাহিক ‘ক্যয়া হোগা নিম্মো কা’-এ। পরের বছরই যোগ দেন রিয়্যালিটি শো ‘বলিউড ক্লাব’-এ। এই শো-এ তিনি জয়ী হন। পরে বিগ বস-সহ বহু রিয়্যালিটি শো-এ তাঁকে দেখা গিয়েছে।

০৪ ১৮
ক্রমে ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ‘রহে তেরা আশীর্বাদ’, ‘শসসস কোই হ্যায়’, ‘কহানি হমারে মহাভারত কি’, ‘করম অপনা অপনা’, ‘মাট্টি কি বান্নো’, ‘দীয়া অউর বাতি হম’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-সহ একাধিক ধারাবাহিকে তিনি ছিলেন উল্লেখযোগ্য অভিনেতা।

ক্রমে ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ‘রহে তেরা আশীর্বাদ’, ‘শসসস কোই হ্যায়’, ‘কহানি হমারে মহাভারত কি’, ‘করম অপনা অপনা’, ‘মাট্টি কি বান্নো’, ‘দীয়া অউর বাতি হম’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-সহ একাধিক ধারাবাহিকে তিনি ছিলেন উল্লেখযোগ্য অভিনেতা।

০৫ ১৮
সিনেমায় প্রথম সারির নায়ক হয়ে উঠতে না পারলেও সুযোগের অভাব তাঁর কাছে হয়নি। ‘লমহা’, ‘আল্লাহ কে বন্দে’, ‘রক্ত চরিত্র টু’-সহ কিছু হিন্দি ছবিতে তিনি অভিনয় করেন।

সিনেমায় প্রথম সারির নায়ক হয়ে উঠতে না পারলেও সুযোগের অভাব তাঁর কাছে হয়নি। ‘লমহা’, ‘আল্লাহ কে বন্দে’, ‘রক্ত চরিত্র টু’-সহ কিছু হিন্দি ছবিতে তিনি অভিনয় করেন।

০৬ ১৮
বলিউডে ভাল সুযোগ না পেয়ে তিনি সরে গিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ‘নায়ক’, ‘বাদশা’, ‘টেম্পার’ তাঁর তেলুগু ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য।

বলিউডে ভাল সুযোগ না পেয়ে তিনি সরে গিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ‘নায়ক’, ‘বাদশা’, ‘টেম্পার’ তাঁর তেলুগু ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য।

০৭ ১৮
এজাজের স্ত্রী অ্যান্দ্রিয়া বিনোদন জগতের সঙ্গে জড়িত না হলেও মুম্বইয়ের রঙিন দুনিয়ায় তিনি পরিচিত। তাঁদের একমাত্র ছেলের নাম আলেকজান্ডার।

এজাজের স্ত্রী অ্যান্দ্রিয়া বিনোদন জগতের সঙ্গে জড়িত না হলেও মুম্বইয়ের রঙিন দুনিয়ায় তিনি পরিচিত। তাঁদের একমাত্র ছেলের নাম আলেকজান্ডার।

০৮ ১৮
২০১৮ সালের অক্টোবরে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে এজাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের নারকোটিক্স সেল।

২০১৮ সালের অক্টোবরে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে এজাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের নারকোটিক্স সেল।

০৯ ১৮
পরের বছর তিনি আরও এক বার গ্রেফতার হন। এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদ্বেষমূলক আপত্তিজনক ভিডিয়ো প্রচারের।

পরের বছর তিনি আরও এক বার গ্রেফতার হন। এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদ্বেষমূলক আপত্তিজনক ভিডিয়ো প্রচারের।

১০ ১৮
সমাজকর্মী রমেশ সোলাঙ্কির এফআইআর-এর ভিত্তিতে তাঁকে সে বার গ্রেফতার করা হয়।

সমাজকর্মী রমেশ সোলাঙ্কির এফআইআর-এর ভিত্তিতে তাঁকে সে বার গ্রেফতার করা হয়।

১১ ১৮
সম্প্রতি আরও এক বার তিনি পুলিশের জালে ধরা পড়েছেন। রাজস্থান থেকে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছনর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ২ কেজি নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে।

সম্প্রতি আরও এক বার তিনি পুলিশের জালে ধরা পড়েছেন। রাজস্থান থেকে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছনর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ২ কেজি নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে।

১২ ১৮
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র অভিযোগ, বড় মাদকচক্রের সঙ্গে তিনি জড়িত। যদিও সব অভিযোগ অস্বীকার করে এজাজের দাবি, তিনি নির্দোষ। তাঁকে গ্রেফতার করা হয়নি। তিনি নিজে এনসিবি-র আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র অভিযোগ, বড় মাদকচক্রের সঙ্গে তিনি জড়িত। যদিও সব অভিযোগ অস্বীকার করে এজাজের দাবি, তিনি নির্দোষ। তাঁকে গ্রেফতার করা হয়নি। তিনি নিজে এনসিবি-র আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

১৩ ১৮
এনসিবি-র দাবি, এজাজের কাছে ওষুধের মধ্যে মাদক ছিল। এই অভিযোগের জবাবে অভিনেতার বক্তব্য, তাঁর কাছে ঘুমের ওষুধ ছিল। গর্ভপাতের পরে তাঁর স্ত্রী অবসাদে ভুগছেন। তাঁর জন্যই ঘুমের ওষুধ রাখা ছিল বলে দাবি এজাজের।

এনসিবি-র দাবি, এজাজের কাছে ওষুধের মধ্যে মাদক ছিল। এই অভিযোগের জবাবে অভিনেতার বক্তব্য, তাঁর কাছে ঘুমের ওষুধ ছিল। গর্ভপাতের পরে তাঁর স্ত্রী অবসাদে ভুগছেন। তাঁর জন্যই ঘুমের ওষুধ রাখা ছিল বলে দাবি এজাজের।

১৪ ১৮
সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই মাদককাণ্ডে উত্তপ্ত টিনসেল টাউন। তদন্ত শুরু করে দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল, শ্রদ্ধা কপূর, সারা আলি খান-সহ বহু তারকাকেই জেরা করেছে এনসিবি।

সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই মাদককাণ্ডে উত্তপ্ত টিনসেল টাউন। তদন্ত শুরু করে দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল, শ্রদ্ধা কপূর, সারা আলি খান-সহ বহু তারকাকেই জেরা করেছে এনসিবি।

১৫ ১৮
তবে মাদককাণ্ডে বার বার তাঁর নাম উঠে এলেও অন্য ঘটনাতেও অভিযোগের আঙুল উঠেছে এজাজ খানের বিরুদ্ধে। একটি ফ্যাশন শো-এ পরিচালক এবং মডেলকে নিগ্রহ করার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।

তবে মাদককাণ্ডে বার বার তাঁর নাম উঠে এলেও অন্য ঘটনাতেও অভিযোগের আঙুল উঠেছে এজাজ খানের বিরুদ্ধে। একটি ফ্যাশন শো-এ পরিচালক এবং মডেলকে নিগ্রহ করার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।

১৬ ১৮
২০১৬ সালে এক হেয়ারস্টাইলিস্টকে অশ্লীল ছবি এবং মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে এজাজের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, তিনি তাঁর ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রস্তাব দিতে গিয়েছিলেন এজাজের কাছে।

২০১৬ সালে এক হেয়ারস্টাইলিস্টকে অশ্লীল ছবি এবং মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে এজাজের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, তিনি তাঁর ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রস্তাব দিতে গিয়েছিলেন এজাজের কাছে।

১৭ ১৮
প্রথম আলাপের পরেই তাঁকে নিজের যৌনাঙ্গের ছবি এজাজ হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাঁকে নিগ্রহের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ।

প্রথম আলাপের পরেই তাঁকে নিজের যৌনাঙ্গের ছবি এজাজ হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাঁকে নিগ্রহের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ।

১৮ ১৮
তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এজাজকে। পরে তিনি জামিনে মুক্ত হন। বিতর্ক থেকে বেশি দিন দূরে থাকা হল না। আবার মাদককাণ্ডে জড়িয়ে গেলেন চির বিতর্কিত এজাজ খান।

তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এজাজকে। পরে তিনি জামিনে মুক্ত হন। বিতর্ক থেকে বেশি দিন দূরে থাকা হল না। আবার মাদককাণ্ডে জড়িয়ে গেলেন চির বিতর্কিত এজাজ খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy