‘টশন’ ছবির শুটিং করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল করিনা কপূর খান ও সইফ আলি খানের। সম্পর্ক তৈরির ক্ষেত্রে নাকি করিনাই প্রথম হাত বাড়িয়েছিলেন। সাড়া দিয়েছিলেন সইফও। করিনা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সইফ সহজে মহিলাদের সঙ্গে মিশতে পারেন না। তাই প্রথম উদ্যোগী হয়েছিলেন বেবো। কিন্তু করিনা যে মোটেও ‘সুবিধার মেয়ে’ নন, এ বিষয়ে সইফকে নাকি আগেই সাবধান করেছিলেন অক্ষয় কুমার।
‘টশন’ ছবিতে অক্ষয়ও অভিনয় করেছিলেন। তাঁর চোখের সামনেই গড়ে উঠেছিল সইফ ও করিনার সম্পর্ক। তখন বাধ্য হয়ে সহ-অভিনেতাকে সাবধান করেছিলেন অক্ষয়। পরে এই বিষয়টি টুইঙ্কল খন্নার সঙ্গে এক অনুষ্ঠানে ফাঁস করেছিলেন করিনা নিজেই।
আরও পড়ুন:
করিনা বলেছিলেন, “অক্ষয় আঁচ পেয়েছিল, আমি আর সইফ প্রেম করছি। একদিন অক্ষয় কথা বলার জন্য সইফকে এক কোণে নিয়ে গিয়েছিল। ও সাবধান করতে বলেছিল, ‘মন দিয়ে শোনো। ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভাল করে চিনি। তাই যা করবে, ভেবেচিন্তে কোরো।’ এ কথা শুনে সইফ জানিয়েছিল, ও আমাকে বুঝে গিয়েছে। ও সবটা সামলে নেবে।”
‘টশন’ ছবির আগেই নাকি অন্য ছবিতে জুটি বাঁধার প্রস্তাব বার বার এসেছে। কিন্তু কেউ না কেউ পিছিয়ে গিয়েছিলেন। অবশেষে ‘টশন’ ছবিতে একসঙ্গে কাজ করেন। আর প্রথম ছবিতে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তাঁরা। এই প্রসঙ্গে করিনা বলেছিলেন, “আমাদের সম্পর্কের সুতো বোধহয় আগে থেকেই বাঁধা ছিল।” ২০১২ সালে করিনা ও সইফ বিয়ে করেন। বর্তমানে তাঁরা দুই পুত্রসন্তানের বাবা-মা।