
কখনও ইডেন উদ্যান। কখনও আবার সংসদ ভবন। কিংবা তামিলনাড়ুর ইতিহাস প্রসিদ্ধ চোল রাজাদের মন্দির। সংশোধিত ওয়াকফ বিলের দীর্ঘ বিতর্কে বার বার ঘুরে ফিরে এসেছে এই সমস্ত জায়গার নাম। বিজেপি-শাসিত কেন্দ্রের এনডিএ জোটের অভিযোগ, এগুলিকেও তাদের সম্পত্তি বলে দাবি করেছে ওয়াকফ বোর্ড। যদিও পত্রপাঠ এই অভিযোগ খারিজ করেছে দেশের তাবড় মুসলিম সংগঠন-সহ বিরোধীরা।

স্বাধীনতার পর থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে এ দেশে বিতর্ক কম হয়নি। ভারতের বাইরে ইসলামিক রাষ্ট্রে এই ইস্যুতে কোনও সমস্যা নেই, তা ভাবলে ভুল হবে। এ ক্ষেত্রে তুরস্কের খ্যাতনামা হাইয়া সোফিয়া মসজিদের কথা বলা যেতে পারে। ধর্মীয় স্থলটিকে জাদুঘরে পরিণত করার দাবি উঠেছিল। কিন্তু, সেটিকে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেন সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান।