তবে কিছু ক্ষেত্রে এই কড়া নির্দেশিকা থেকে ছাড় দিয়েছে ট্রাম্প সরকার। যে সমস্ত আমেরিকাবাসী চিনের বাইরে অন্য দেশে কর্মরত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আবার যে সরকারি কর্মচারীদের সঙ্গে আগে থেকেই কোনও ড্রাগনবাসীর সঙ্গম বা প্রণয়ের সম্পর্ক রয়েছে, তাঁরাও এর থেকে ছাড় পাবেন বলে জানা গিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ব্যক্তি হিসাবে এমন পদক্ষেপ করলেন, তা কিন্তু নয়। পূর্বসূরি জো বাইডেনও একই রাস্তায় হেঁটেছিলেন। তাঁর আমলে গত বছরের গ্রীষ্মকালে এ ব্যাপারে সীমিত পরিসরে সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। ফলে চিনে কর্মরত মার্কিন দূতাবাস ও পাঁচটি দূতাবাসের রক্ষী ও সহায়তা কর্মীদের ড্রাগনবাসীর সঙ্গে প্রেম ও যৌন সম্পর্কে জারি হয় নিষেধাজ্ঞা।
তবে বাইডেনের সময়ে চিনা কর্মরত কূটনীতিকদের এ ব্যাপারে ছাড় দেওয়া হয়েছিল। দূতাবাসের অন্য কর্মীরাও এর আওতায় ছিলেন না। নিষেধাজ্ঞা ছিল শুধু মাত্র দূতাবাসের রক্ষী ও সহায়তা কর্মীদের উপর। গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেন ট্রাম্প। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, তাঁর নীতি কার্যকর হতেই বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক প্রচার চালান বেজিঙের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বার্নস।
অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিনে কর্মরত কর্মীদের গোয়েন্দা তথ্য খুঁটিয়ে পরীক্ষা করে আমেরিকার প্রশাসন। মার্কিন গুপ্তচর সংস্থা ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’ বা সিআইএর দাবি, কূটনীতিকদের প্রলুব্ধ করতে লাস্যময়ী তরুণীদের বার বার দূতাবাসে পাঠানোর প্রমাণ পেয়েছেন তাঁরা।
ম্যাটিসের কথায়, ‘‘গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে চিন একাধিক পদ্ধতি অবলম্বন করে থাকে। এ ব্যাপারে বলপ্রয়োগ করতেও পিছপা নয় তারা। ফলে মার্কিন কূটনীতিকদের জটিল সমস্যায় পড়া আশ্চর্যের নয়। উপরন্তু তাঁদের সঙ্গে ডেটিং বা সঙ্গম সম্পর্কে থাকা নাগরিকদের থেকে কথা বার করতে শারীরিক নির্যাতনের পথে হাঁটতে পারে বেজিং।’’
ট্রাম্প কুর্সিতে বসা ইস্তক ওয়াশিংটন ও বেজিঙের মধ্যে শুরু হয়ে গিয়েছে শুল্কযুদ্ধ। আমদানি করা চিনা পণ্যে ৩৪ শতাংশ কর চাপিয়েছেন তিনি। অন্য দিকে আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর আরও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ড্রাগন-সরকার। এই পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকদের উপর এই ধরনের কড়া নিষেধাজ্ঞাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy