পরনে সাদা চুড়িদার। কাঁধে আড়াআড়ি ভাবে একটি ব্যাগ ঝোলানো রয়েছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। অধিকাংশ সময় বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের সঙ্গেই সমস্ত অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় জয়াকে। কিন্তু রবিবার প্রয়াত বলি অভিনেতা মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে একাই গিয়েছিলেন জয়া। মনোজের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাও জানান জয়া। সেখানেই এক জায়গায় চুপচাপ একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।
হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে জয়ার কাঁধে হাত রেখে তাঁকে ডাকেন। চমকে গিয়ে পিছনে ঘুরে তাকান জয়া। সেই মহিলা তাঁর অচেনা। সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত ধরে তা ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। চিৎকার করে কড়া ভাষায় এক প্রৌঢ় ব্যক্তিকে বকাবকিও করতে শুরু করেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফিল্মিজ্ঞান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলার হাত চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন জয়া। এক প্রৌঢ় ব্যক্তিকে বকাবকিও করতে দেখা গেল তাঁকে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, সবুজ শাড়ি পরা মহিলাটি জয়ার সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন। তাই জয়ার কাঁধে হাত দিয়ে ডেকেছিলেন তিনি।
আরও পড়ুন:
আচমকা কাঁধে স্পর্শ পেয়ে চমকে যান জয়া। পিছনে ঘুরে মহিলার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যান তিনি। মহিলার হাত ধরে সরিয়ে দেন জয়া। ছবি তুলবেন বলে ফোনের ক্যামেরা অন করে দাঁড়িয়েছিলেন এক প্রৌঢ়। নেটাগরিকদের অনুমান, সম্ভবত অচেনা মহিলাটি তাঁর স্ত্রী। জয়ার সঙ্গে স্ত্রীর একটি ছবি তুলবেন বলেই ক্যামেরা চালু করে রেখেছিলেন তিনি। প্রৌঢ়কে দেখেও বকাবকি করতে শুরু করেন জয়া। তিনি যে ছবি তোলার বিষয়টি সহজ ভাবে গ্রহণ করেননি তা বুঝিয়ে দিলেন ওই দম্পতিকে। রেগে গিয়ে দু’জনকে সকলের সামনে বকাবকিও করেন জয়া। নিজেদের আচরণের জন্য বর্ষীয়ান অভিনেত্রীর কাছে ক্ষমাও চান তাঁরা।