ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে দু’টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত সবিস্তার তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।
অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ওই পদে আগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
-
ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি
-
যাদবপুর খাতা কাণ্ডে শোকজ দুই অধ্যাপক, সহযোগিতার আশ্বাস প্রাক্তন বিভাগীয় প্রধানের
-
লিঙ্গভিত্তিক হেনস্থা ও হিংসা দমনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সচেতনতা শিবির, ইউজিসি-র কর্মসূচি নিয়ে অনেক প্রশ্ন
-
চা চাষ সম্পর্কিত বিষয় নিয়ে পড়তে চান? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। কাজের চাহিদার নিরিখে অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে ছ’মাস এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ডাকযোগ আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ ডিসেম্বর। এই বিষয়ে আরও জেনে নিতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ওয়েবসাইটটি দেখে নিন।