ফের সাংবাদিক খুন উত্তরপ্রদেশে। এ বার সে রাজ্যের সীতাপুর জেলায় এক তরুণ সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠল। ৩৫ বছর বয়সি ওই সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। অপরাধীদের গ্রেফতার না করা হলে এবং উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে দেহ সৎকার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ওই সাংবাদিকের পরিবার।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাঘবেন্দ্র একটি হিন্দি দৈনিকের সাংবাদিক। শনিবার রাতে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েক জন দুষ্কৃতী তাঁকে বাইক নিয়েই ধাক্কা দেয়। অভিযোগ, তার পর রাঘবেন্দ্রকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের।
রবিবার পুলিশ দেহ উদ্ধার করতে গেলে সাংবাদিকের পরিবার বাধা দেয়। তারা জানায়, অপরাধীরা ধরা না পড়লে আর উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া হলে দেহ সৎকার করতে দেওয়া হবে না। লখনউ রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল প্রশান্ত কুমার জানান, খুনের ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তদের নাগাল পেতে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে সেই ফুটেজ অস্পষ্ট হওয়ায় বেগ পেতে হচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই ওই সাংবাদিকের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ‘কল রেকর্ডস’ও।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে সাংবাদিক হত্যার ঘটনা অবশ্য নতুন নয়। জানুয়ারি মাসে সে রাজ্যের উন্নাওতে এক সাংবাদিকের বাড়ির সামনে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, খুন করা হয়েছে ওই সাংবাদিককে। গত অক্টোবরে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলাতেও এক সাংবাদিককে খুনের অভিযোগ ওঠে।