অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), কল্যাণীতে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থার অর্থ সহায়তায় প্রকল্পে কাজ সম্পন্ন হবে। এর জন্য অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘টার্নিং ট্র্যাশ টু ট্রেজ়ার: ডেভেলপমেন্ট অফ আ স্কেলেবেল, ক্লিনিক্যাল-গ্রেড থেরাপিউটিক ব্যাক্টেরিওফাজ রিপোজিটরি এগেন্সট মাল্টি ড্রাগ রেজ়িস্ট্যান্ট হিউম্যান ক্রিটিক্যাল প্রায়োরিটি প্যাথোজেনস ফ্রম সিউয়েজ, হসপিট্যাল এফ্লুয়েন্টস অ্যান্ড রিভােরাইন ওয়াটার’। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ এবং অফিস হেল্পার পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের প্রথমে ছ’মাসের মেয়াদে সংশ্লিষ্ট পদগুলিতে কাজের সুযোগ মিলবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর করা হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৫ এবং ২৮ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। অফিস হেল্পার পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ এবং অফিস হেল্পার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ২৮,০০০ টাকা, ১৮,০০০ টাকা এবং ২৬,৮০০ টাকা।
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে গবেষণার বিষয়ের সঙ্গে সম্পর্কিত স্নাতকের পর তিন বছর সেই বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাঁরা গবেষণার বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর, তাঁরাও ওই পদে আবেদন জানাতে পারবেন। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ মার্চ। এর পর লিখিত পরীক্ষা/ অ্যাপ্টিটিউড টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে পরীক্ষা বা ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।