বই-রাজ্যের এই মুহূর্তের নায়ক ই-বুক, বললে অত্যুক্তি হবে না মোটেই। বইপাড়া ও বই পড়া— গত ক’মাসে দুয়েরই দিশাহারা অবস্থা। আনলক পর্বের কিছু আগে থেকে বইপাড়া যদি বা খুলেছে, ব্যবসা এখনও টিমটিমে। সোশ্যাল মিডিয়ায় বইপ্রেমীদের কথার পিঠে কথা জমে উঠেছিল, ডিজিটাল বা ই-বুক দুনিয়ায় বাংলা বই কোথায়?
কেউ কেউ শুরু করেছেন। ‘গুরুচণ্ডা৯’-র সাতটি ই-বুক পাওয়া যাচ্ছে অ্যামাজ়ন কিন্ডল ও গুগল প্লেবুক মিলিয়ে। আছে অমর মিত্রের একটি উপন্যাস ও চারটি ছোটগল্প একত্র করে ই-বুক নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য কাহিনি, সৈকত বন্দ্যোপাধ্যায়ের দুটি বই খেরোবাসনা এবং বৃহৎ ন্যানোপুরাণ। আছে দময়ন্তীর কলমে দেশভাগ নিয়ে গণস্মৃতির আর্কাইভ সিজ়নস অব বিট্রেয়াল, ইতিহাসের বাস্তবতা ও মানবিক ফিকশনের যুগলবন্দি। এ ছাড়াও, ইন্দ্রাণীর লেখা পাড়াতুতো চাঁদ, আর এক ‘অন্য রকম যুবকের অন্য রকম রচনা’ বস্টনে বংগে: বর্ন ফ্রি। পড়তে সুবিধে, আর পকেটপীড়াও ততটা হবে না বলে ই-বুকের দিকে ঝোঁকেন যাঁরা, তাঁদেরও মুখে হাসি ফোটাবে মাত্র ৪৯ থেকে ৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করা ই-বুকগুলি।
‘বুক ফার্ম’ প্রকাশ করেছে মঞ্জিল সেনের অদ্বিতীয় সত্যজিৎ: সত্যজিৎ রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনী (সম্পাদনা ও টীকা: স্যমন্তক চট্টোপাধ্যায়)— মুদ্রিত ও ই-বুক দুই অবতারেই। আর জুন মাসের শেষে ‘সৃষ্টিসুখ’ প্রকাশনা ‘দ্য বুকমেকারস’-এর সহযোগিতায় চালু করেছে তাদের ই-বুক ওয়েবসাইট (সৃষ্টিসুখ ডট কম/ইবুক)। পাঠক সেখানে পাবেন প্রকাশিত ই-বুকের প্রিভিউ, কিন্ডল স্টোর বা গুগল প্লে-তে গিয়ে সহজে বই কেনার হদিশ। প্রতি মাসে পুরনো-নতুন মিলিয়ে নিজেদের প্রকাশিত ২৫টি বইয়ের ই-পাব ফাইল আপলোড করার পরিকল্পনা প্রকাশকের। নজর কাড়ে বাংলার বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ ত্রয়ীর অন্যতম বাদল গুপ্তকে নিয়ে বিশ্বনাথ দাশগুপ্তের লেখা আমার মামা বাদল গুপ্ত, এ ছাড়াও তরুণ লেখকদের বই।
অ্যাপনির্ভর জীবনে বাংলা বইয়ের অ্যাপই বা থাকবে না কেন? ই-বই চর্চায় উঠে আসছে ‘সুইফ্টবুকস’-এর মতো অ্যাপের খবর। সেখানে মিলছে ‘শিশু সাহিত্য সংসদ’, ‘পত্রভারতী’, ‘দীপ প্রকাশন’, ‘পারুল’ প্রকাশনীর ই-বুক কেনার সুযোগ। অ্যাপ খুলতেই বাংলার তাবড় লেখকদের মুখচ্ছবিসমৃদ্ধ স্ক্রিনটি নজর কাড়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy