ট্যাক্স বাঁচানোর যে ক’টি প্রকল্প বাজারে চালু রয়েছে, তার মধ্যে অন্যতম ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ইএলএসএস)। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা, বিনিয়োগকারী বিনিয়োগ করা অর্থের পুরোটাই ৮০সি ধারায় ছাড় পান। প্রকৃতিগত ভাবে এটা আর পাঁচটা সাধারণ মিউচুয়াল ফান্ডের মতো হলেও করে ছাড় দেওয়ার জন্য বেশ কিছু আলাদা নিয়মও আছে ইএলএসএসে। সাধারণ মিউচুয়াল ফান্ডের মতো এ ক্ষেত্রেও দু’রকম ভাবে বিনিয়োগ করা যায়— মাসিক ভিত্তিতে (এসআইপি) অথবা একবারে বিনিয়োগ করে (লাম্পসাম)। তিন বছরের লক ইন থাকে এই দু’টি ক্ষেত্রেই। এবং তা শুরু হয় বিনিয়োগ করার দিন থেকেই।
অর্থাত্ এসআইপির ক্ষেত্রে বিনিয়োগকারী যে মাসে যে দিন বিনিয়োগ করবেন, সেই তারিখ থেকে তিন বছর লক ইন থাকবে প্রদেয় অর্থ। এসআইপির ক্ষেত্রে একমাত্র একটি ফান্ড ছাড়া সব ক্ষেত্রেই ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা থেকে শুরু হয়। আর একবারে করা বিনিয়োগের ক্ষেত্রে ৫০০০ টাকা। দু’ভাবে বিনিয়োগ করা যায় ইএলএসএসে— সরাসরি অথবা কোনও স্বীকৃত এজেন্টের মাধ্যমে। সরাসরি কোনও সংস্থায় গিয়ে বিনিয়োগ করলে ন্যাভে ০.৫ শতাংশ বেশি পাওয়া যায়। শেষ দু’তিন বছর ফলাফল দেখলে দেখা যাবে, বাজার খারাপ থাকলেও বেশ ভাল রিটার্ন দিয়েছে ফান্ডগুলি। গত এক বছরে যেখানে বাজার পড়েছে ছ’শতাংশ, সেখানে ফান্ডগুলি রিটার্ন দিয়েছে ৬-৮ শতাংশ। কিছু ফান্ড শেষ তিন বছরে ৩০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy