Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পুলিশি হেফাজত ইউনিটেক কর্তার

গ্রেটার নয়ডার আবাসন প্রকল্পে সময়ে ক্রেতার হাতে ফ্ল্যাটের চাবি তুলে না-দেওয়া ও প্রতারণার অভিযোগে তাঁদের নামে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হলেন তাঁরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫০
Share: Save:

ইউনিটেকের অন্যতম প্রোমোটার ও এমডি সঞ্জয় চন্দ্র এবং তাঁর ভাই অজয় চন্দ্রের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিল্লির এক আদালত। গ্রেটার নয়ডার আবাসন প্রকল্পে সময়ে ক্রেতার হাতে ফ্ল্যাটের চাবি তুলে না-দেওয়া ও প্রতারণার অভিযোগে তাঁদের নামে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হলেন তাঁরা।

এর আগে গত ১ এপ্রিল গুরুগ্রামের অ্যানথিয়া ফ্লোর্‌স-সহ দু’টি আবাসন প্রকল্প সংক্রান্ত মামলায় একই অভিযোগে গ্রেফতার করা হয় দুই চন্দ্র ভাইকে। পরে জামিন পান তিন মাসের জন্য। শুক্রবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে তাঁরা যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্টে লগ্নিকারীদের শীর্ষ আদালতের আশ্বাস, তাঁরা হয় ফ্ল্যাটের চাবি পাবেন বা টাকা ফেরত পাবেন।

২০০৬ সালে গ্রেটার নয়ডায় ‘ইউনিটেক ভার্ভ’ নামের আবাসন প্রকল্প গড়ার কথা জানিয়েছিল ইউনিটেক। সেই প্রকল্পে ২০০৯ সালে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও, তা পাননি ক্রেতারা। এই অভিযোগেই পুলিশের দ্বারস্থ হন এক ক্রেতা। এর পরে পুলিশ চন্দ্র ভাইদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। তার ভিত্তিতেই সঞ্জয় ও অজয় চন্দ্রকে পুলিশি হেফাজতের এই নির্দেশ।

অন্য বিষয়গুলি:

Unitech Sanjay Chandra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE