রিজার্ভ ব্যাঙ্কের মাত্র ২৫ বেসিস পয়েন্ট সুদ (রেপো রেট) কমানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি শেয়ার বাজার। ফলে বৃহস্পতিবার সেনসেক্স নেমে গেল ২১৫ পয়েন্ট। দাঁড়াল ২৪,৬৮৫.৪২ অঙ্কে। বাজার বিশেষজ্ঞদের দাবি, এটা লগ্নিকারীদের অসন্তোষেরই প্রকাশ। নিফ্টিও ৬৭.৯০ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ৭,৫৪৬.৪৫ পয়েন্টে।
গত মঙ্গলবার শীর্ষ ব্যাঙ্ক তাদের ঋণনীতি পর্যালোচনায় সুদ কমানোর কথা ঘোষণা করা মাত্রই বাজার পড়তে শুরু করে। ওই দিনই সেনসেক্স পড়ে ৫১৬ পয়েন্ট। বুধবারও তা ঝিমিয়ে (মাত্র ১৭ পয়েন্ট উত্থান) ছিল।
শেয়ার বাজার মহলের আশা ছিল, এ বার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাবে। কিন্তু তা ২৫ বেসিস পয়েন্ট কমার বিরূপ প্রতিক্রিয়া পড়ে বাজারে। পাশাপাশি গত অর্থবর্ষে বিভিন্ন সংস্থার আর্থিক ফলাফল নিয়েও উদ্বেগ রয়েছে। এ ছাড়া পতনে ইন্ধন জোগাচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি বেড়ে যাওয়া। স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ জানান, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি গত বছরের প্রথম ১১ মাস শেয়ার বেচেছে। গত মার্চ থেকে তারা যখন আবার বাজারে ফেরে, তখন নিফ্টি ৬,৯০০ অঙ্কে। এখন তা উঠেছে ৭,৬০০ অঙ্কের কাছাকাছি। মুনাফা তোলার সেই সুযোগই তারা এখন কাজে লাগাতে শুরু করেছে।
তবে এ দিন ডলারে টাকার দাম ১৯ পয়সা বেড়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলির আশ্বাস, অস্থিরতা থাকলেও টাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলে টাকার দামে অস্থিরতা কমবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy