—প্রতীকী ছবি।
অনুমোদন বিহীন ভার্চুয়াল ট্রেডিং ও গেমিং প্ল্যাটফর্মের পরামর্শ মতো স্টক লেনদেন নয়। এই মর্মে এবার লগ্নিকারীদের সতর্ক করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ বা সেবি। এটি বেআইনি এবং এতে প্রতারণার সম্ভাবনা রয়েছে বলে স্পষ্ট করেছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থা।
সোমবার, ৪ নভেম্বর অনুমোদন বিহীন ভার্চুয়াল ট্রেডিং ও গেমিং প্ল্যাটফর্ম নিয়ে একটি সার্কুলার জারি করে সেবি। সেখানে বলা হয়েছে, ‘‘কিছু অ্যাপ/ওয়েব অ্যাপ্লিকেশন/অনলাইন প্ল্যাটফর্ম ভার্চুয়াল ট্রেডিংয়ের পরিষেবা দিচ্ছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির স্টকের তথ্যের উপর ভিত্তি করে কাগজে লেনদেন বা ফ্যান্টাসি গেম খেলার কথা বলা হচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা পুরোপুরি আইন বিরুদ্ধ।’’
স্টকে লগ্নিকারীদের আর্থিক নিরাপত্তার জন্য দু’টি আইন বলবৎ রয়েছে। একটি হল, ১৯৫৬ সালের সিকিউরিটিজ কন্ট্রাক্ট (রেগুলেশন) আইন। অপরটি হল সেবি আইন। যা ১৯৯২ সাল থেকে কার্যকর রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই সার্কুলারের মাধ্যমে অনুমোদন বিহীন প্ল্যাটফর্মগুলিকে চিহ্নিত করতে চাইছে সেবি। লগ্নিকারীদের জরিমানা করা কেন্দ্রীয় সংস্থাটির উদ্দেশ্য নয়।
সাইবার বিশেষজ্ঞদের কথায়, বর্তমানে প্রতারকরা সেবি চেয়ারম্যানের নাম ব্যবহার করে অনুমোদন বিহীন ভার্চুয়াল লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করছেন। তাঁদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু লগ্নিকারী। যা আটকাতে কিছুটা বাধ্য হয়েই এই সার্কুলার জারি করেছে সেবি।
২০১৬ সালের ৩০ অক্টোবর একই রকমের একটি সার্কুলার জারি করে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বিনিয়োগকারীদের বাজার সম্পর্কিত স্কিম ও প্রতিযোগিতা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি শেয়ার সংক্রান্ত যাবতীয় তথ্য মধ্যস্থতাকারীর সঙ্গে সাবধানে দেওয়া নেওয়া করার পরামর্শ দিয়েছিল সেবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy