Advertisement
০৬ নভেম্বর ২০২৪
SBI

টাকা তুলতে আর লাগবে না এটিএম কার্ড, নয়া ব্যবস্থা আনছে এসবিআই

এবার এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে। ব্যবহারকারীদের জন্য এ রকমই সুবিধা নিয়ে আসতে চলেছে ভারতের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা।

নতুন সুবিধা গ্রাহকদের জন্য। ছবি: টুইটার

নতুন সুবিধা গ্রাহকদের জন্য। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৪:৫৩
Share: Save:

এ বার এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে। ব্যবহারকারীদের জন্য এ রকমই সুবিধা নিয়ে আসতে চলেছে ভারতের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। গত শুক্রবার ‘ইয়োনো ক্যাশ’ বলে একটি সুবিধা নিয়ে এসেছে এসবিআই। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই সুবিধা ব্যবহার করে এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি জেনারেট করতে পারবেন এবং তাঁদের মোবাইলে আসা সেই ওটিপির সাহায্যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

এর জন্য ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড বা আইফোনে ‘এসবিআই ইয়োনো’ অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এটিএম থেকে টাকা তুলতে গেলে এই অ্যাপের মাধ্যমে একটি রিকোয়েস্ট পাঠাতে হবে যার ফলে একটি ছয় সংখ্যার পিন নম্বর পাওয়া যাবে। ৩০ মিনিটের জন্য কার্যকর থাকবে এই নম্বরটি। এরপর কোনও এসবিআই এটিএম বা কোনও ইয়োনো ক্যাশ পয়েন্টে গিয়ে ওই পিন নম্বর ব্যবহার করে টাকা তোলা যাবে টাকা তোলার পর ব্যবহারকারীরা একটি কনফার্মেশন এসএমএসও পাবেন।

এখনও অবধি দেশের ১৬,৫০০টি এসবিআই এটিএমে এই সুবিধা পাওয়া যাচ্ছে। সুরক্ষার জন্য জানানো হয়েছে যে একজন ব্যবহারকারী কেবলমাত্র একটি ডিভাসেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রতিবার টাকা তোলার সময় কোনও ব্যবহার করে সর্বোচ্চ ১০,০০০ টাকা তুলতে পারেন। তবে একদিনে দু’বারের বেশি এই সুবিধা ব্যবহার করে টাকা তোলা যাবে না।

আরও পড়ুন: ভারত চাইলেই তৈরি আমেরিকা

এসবিআই সংস্থার তরফে জানানো হয়েছে যে স্কিমার বা অন্য কোনও উপায়ে জালিয়াতি করে টাকা তোলা আটকাতে বা গ্রাহকদের হয়রানি আটকাতেই এই সুবিধা নিয়ে আসা হল। পরবর্তীকালে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া হবে এই সুবিধা বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: অবশেষে বেতন দেওয়া শুরু বিএসএনএলে

অন্য বিষয়গুলি:

SBI ATM SBI YONO YONO Cash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE