টাটা স্টিল
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ইস্পাত সংস্থার সামগ্রিক নিট লোকসান হয়েছে ৫,৬৭৪ কোটি টাকা। সামগ্রিক আয়ও ২১ শতাংশ কমেছে। দাঁড়িয়েছে ৩৩,৬৬৬.১৮ কোটি টাকায়। তার আগের বছর একই সময়ে তাদের নিট মুনাফা হয়েছিল প্রায় ১,০৩৬ কোটি। সমগ্র ২০১৪-’১৫ অর্থবর্ষে সংস্থার সামগ্রিক নিট ক্ষতির অঙ্ক ৩,৯২৫.৫২ কোটি এবং আয়ও কমে হয়েছে ১,৩৯,৫০৩.৭৩ কোটি। টাটা গোষ্ঠীর সংস্থাটি জানিয়েছে, মূলত বিদেশের বাজার এবং কয়লা ব্যবসা যুক্ত থাকার কারণেই সামগ্রিক ভাবে তাদের আর্থিক ফল খারাপ হয়েছে। যে কারণে চলতি অর্থবর্ষে লগ্নির পরিমাণও আগের বছরের তুলনায় প্রায় ২৫% কমিয়ে ১০ হাজার কোটি টাকা করা হবে বলে জানিয়েছে তারা। তবে আগামী দিনে চাহিদা বৃদ্ধির হাত ধরে ব্যবসা বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ এই ইস্পাত সংস্থা।
ডিএলএফ
৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ২২% কমে হয়েছে ১৭১.৬২ কোটি টাকা। কর খাতে খরচ বৃদ্ধি এবং অন্যান্য আয় কমার কারণেই লাভ কমেছে বলে জানিয়েছে ডিএলএফ। এই সময়ে তাদের কার্যকরী আয়ও সামান্য কমে দাঁড়িয়েছে ১,৯৫৩.৬৯ কোটিতে। পুরো অর্থবর্ষের জন্য তাদের নিট মুনাফা কমেছে ১৬%। হয়েছে ৫৪০.২৪ কোটি। কার্যকরী আয় এবং মোট ব্যবসা কমেছে যথাক্রমে ৮% এবং ১৭%।
ভারত ফোর্জ
চতুর্থ ত্রৈমাসিকে গাড়ির যন্ত্রংশ নির্মাতা সংস্থাটির নিট মুনাফা ৭১% বেড়ে হয়েছে ২০৩.১৮ কোটি টাকা। এই সময়ে মোট আয়ও ৩২% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২২৪ কোটিতে। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা বেড়েছে ৮০% এবং আয়ও ৩৪% বৃদ্ধির মুখ দেখেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy