Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বিশ্ববঙ্গ সম্মেলন ত্রুটিমুক্ত করতে বার্তা মমতার

এ বার শিল্প সম্মেলনের আসর বসবে নিউটাউনের কনভেনশন সেন্টারে। ১৬-১৭ জানুয়ারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৯
Share: Save:

অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ আয়োজন করে আন্তর্জাতিক দুনিয়ায় সুনাম কুড়িয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী চান, ২০১৮ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনেও ত্রুটিমুক্ত আয়োজনের সেই ধারা বজায় থাকুক। সরকারের মন্ত্রী ও সচিবদের কাছে তাঁর নির্দেশ, ‘ব্র্যান্ড বিশ্ববাংলার’ একটাই ছবি তুলে ধরতে সমন্বয় রেখে, একে-অপরের পরিপূরক হিসাবে কাজ করুক সংশ্লিষ্ট দফতরগুলি ও পুলিশ।

এ বার শিল্প সম্মেলনের আসর বসবে নিউটাউনের কনভেনশন সেন্টারে। ১৬-১৭ জানুয়ারি। দেশি-বিদেশি অতিথিরা থাকবেন কলকাতা, সল্টলেক, নিউটাউনে। আপ্যায়নে যাতে ফাঁক না-থাকে, সে দিকে নজর রেখে সংশ্লিষ্ট দফতর ও পুলিশকে কাজ করতে নির্দেশ দিয়েছেন মমতা।

সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলতে বুধবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। অংশ নেন শিল্প, বিদ্যুৎ, স্বাস্থ্য, নগরোন্নয়ন, কৃষি-সহ নানা দফতরের মন্ত্রী, সচিব ও হিডকো, নবদিগন্ত, কেএমডিএ, বিধাননগর, কলকাতা পুরসভার শীর্ষ কর্তারা।

নবান্নের খবর, মমতা প্রত্যেককে বলেন, বিদেশি অতিথিদের অভ্যর্থনা যেন ত্রুটিহীন হয়। ধারণা ভাল হয় রাজ্য ও কলকাতা সম্পর্কে। বাংলার ‘ব্র্যান্ডিং’-এ বাড়তি জোর দেন তিনি। এ কাজের দায়িত্ব শিল্প দফতরের সঙ্গে ভাগ করে দেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ও সচিব বিবেক কুমারকে। বিমানবন্দর থেকে সম্মেলন কেন্দ্রে যাওয়ার পথে খানা-খন্দ থাকা চলবে না। কড়া নজর রাখতে হবে নিরাপত্তায়। বিধাননগর কমিশনারেটকে এ জন্য প্রস্তুতি নিতে বলেন। এত আয়োজনের পরেও এই সম্মেলন থেকে রাজ্যের লগ্নি-ভাগ্যে কতটা শিকে ছেঁড়ে, সেটাই দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE