Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রাজ্যে শিল্প সম্মেলনে আসবেন মিত্তল

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, জানুয়ারিতে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আসার বিষয়ে এ দিন ‘পাকা কথা’ দিয়েছেন ইস্পাত সংস্থা আর্সেলর-মিত্তলের কর্ণধার।

অতিথি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সস্ত্রীক আর্সেলর-মিত্তলের কর্ণধার লক্ষ্মী মিত্তল। শনিবার। —নিজস্ব চিত্র।

অতিথি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সস্ত্রীক আর্সেলর-মিত্তলের কর্ণধার লক্ষ্মী মিত্তল। শনিবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৪
Share: Save:

কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়েই। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তা ফের নিশ্চিত করে বলে গেলেন বিশ্বের বৃহত্তম ইস্পাত সংস্থার কর্ণধার লক্ষ্মীনিবাস মিত্তল। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, জানুয়ারিতে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আসার বিষয়ে এ দিন ‘পাকা কথা’ দিয়েছেন ইস্পাত সংস্থা আর্সেলর-মিত্তলের কর্ণধার।

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এ দিন শহরে এসেছিলেন মিত্তল। মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করার বিষয়টি ঠিক হয় দুপুর নাগাদ। সেই অনুযায়ী প্রায় আধ ঘণ্টা কথা হলেও, কেউ এ নিয়ে মুখ খোলেননি।

তবে সাম্প্রতিক ব্রিটেন সফরের মাঝে মিত্তলের বাড়ি গিয়েছিলেন মমতা। দু’জনের কথা হয়েছিল প্রায় দেড় ঘণ্টা। শিল্প সম্মেলনে আসার আমন্ত্রণও তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিনের মতো এ দিনও কি লগ্নি সম্ভাবনা বা আর্থিক পরিস্থিতি নিয়ে কথা হল? মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল বলছে, মিত্তল সস্ত্রীক এসেছিলেন। এই আলাপচারিতা নিছকই ব্যক্তিগত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE