অর্থনীতির হাল কিছুটা ফেরার ইঙ্গিত দিয়ে আটটি পরিকাঠামো শিল্পে ফেব্রুয়ারিতে উৎপাদন বাড়ল ৫.৭%। গত ১৫ মাসে সব থেকে বেশি। এর আগে ২০১৪-র নভেম্বরে তা বেড়েছিল ৬.৭%। মূলত প্রাকৃতিক গ্যাস, তেল শোধনাগারের উৎপাদন, সার, সিমেন্ট ও বিদ্যুৎ উৎপাদন বাড়ার হাত ধরেই এই সাফল্য এসেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারের পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ— এই ৮টি ক্ষেত্র পরিকাঠামো শিল্পের আওতায় রয়েছে। মোট শিল্পোৎপাদনে এগুলির অবদান ৩৮%। তাই সার্বিক ভাবে শিল্পোৎপাদন বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ফেব্রুয়ারিতে আগের বছরের তুলনায় অশোধিত তেল উৎপাদন বেড়েছে ০.৮%, প্রাকৃতিক গ্যাস ১.২%, শোধনাগারের পণ্য ৮.১%, সার ১৬.৩, সিমেন্ট ১৩.৫ ও বিদ্যুৎ উৎপাদন ৯.২%। তবে কয়লা উৎপাদন কমেছে ৩.৯%। ইস্পাত উৎপাদনও সামান্য পড়েছে।
এ দিকে, কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৫-’১৬ সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রাজকোষ ঘাটতি দাঁড়িয়েছে ৫.৭২ লক্ষ কোটি টাকা, যা বাজেটের হিসাবের (৫.৩৫ লক্ষ কোটি টাকা) তুলনায় ১০৭.১% বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy