Advertisement
০৬ নভেম্বর ২০২৪

পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ৫.৬ শতাংশ

কিছুটা মুখ তুলল দেশের পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার। ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৫.৬%। গত নভেম্বরে পরিকাঠামোয় বৃদ্ধি বেশ কিছুটা কমে দাঁড়িয়েছিল ৪.৯%। মূলত তেল শোধনাগারের পণ্য এবং ইস্পাতের উৎপাদন বৃদ্ধির জেরেই পরিকাঠামো শিল্পে উন্নতি হয়েছে বলে জানিয়েছে মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৯
Share: Save:

কিছুটা মুখ তুলল দেশের পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার। ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৫.৬%। গত নভেম্বরে পরিকাঠামোয় বৃদ্ধি বেশ কিছুটা কমে দাঁড়িয়েছিল ৪.৯%। মূলত তেল শোধনাগারের পণ্য এবং ইস্পাতের উৎপাদন বৃদ্ধির জেরেই পরিকাঠামো শিল্পে উন্নতি হয়েছে বলে জানিয়েছে মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান। ২০১৫ সালের ডিসেম্বরে এই হার ছিল অনেকটাই কম (২.৯%)।

প্রসঙ্গত, পরিকাঠামো শিল্পের আওতায় রয়েছে কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, তেল শোধনাগারের পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ— এই ৮টি মূল শিল্প। সার্বিক ভাবে শিল্পোন্নয়নের হার হিসেব করার ক্ষেত্রে পরিকাঠামোর গুরুত্ব ৩৮%। ডিসেম্বরের পরিসংখ্যান অনুসারে, এর মধ্যে শোধনাগারের পণ্য ও ইস্পাতের উৎপাদন বেড়েছে যথাক্রমে ৬.৪% এবং ১৪.৯%। তবে এই সময়ে উৎপাদন সরাসরি কমেছে বাকি ছ’টি শিল্পেরই।

অন্য বিষয়গুলি:

Infrastructure Sector
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE