পিএনবি কাণ্ডে গ্রেফতার নীরব মোদীকে লন্ডন থেকে ফেরানোর চেষ্টা চলছে। তার মধ্যেই আলবেনিয়ায় আটক হলেন স্টার্লিং বায়োটেক গোষ্ঠীর ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অভিযুক্ত হিতেশ নরেন্দ্রভাই পটেল। ইডি সূত্রের খবর, ৮,১০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত পটেলকে বৃহস্পতিবার তিরানাতে আটক করা হয়। আশা, শীঘ্রই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। হিতেশ গুজরাতের এই গোষ্ঠীর প্রধান মালিক নিতিন ও চেতন সন্দেসরার ভগ্নিপতী। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রথমে লোকসানে চলা সংস্থার প্রচুর লাভ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া। পরে আমেরিকা, বার্বাডোজ, নাইজেরিয়া, মরিশাস, ব্রিটেনের মতো দেশে প্রায় ২৫০ ভুয়ো সংস্থা তৈরি করে সেই অর্থ বিদেশে পাচার করা। ভাদোদরার পুলিশ কমিশনার থাকার সময় এই গোষ্ঠীর থেকে সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। সিবিআই তদন্ত শুরুর পরেই হিতেশ, সন্দেসরা দেশ ছাড়েন। আদালত সম্প্রতি হিতেশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy