ছবি: হিরো মোটকর্পের ওয়েবসাইট
উৎসবের মরসুমে নতুন স্কুটার বাজারে নিয়ে এল হিরো মোটোকর্প। এবার ৬১ হাজার টাকারও কম দামে পাওয়া যাবে প্ল্যাটিনাম ভ্যারিয়্যান্টের প্লেজার প্লাস ১১০সিসি স্কুটার। দিল্লিতে এক্স-শোরুম দাম ৬০,৯৫০ টাকা। হিরো প্লেজার প্লাসের সাধারণ মডেলের থেকে এই নতুন রূপের স্কুটারের দাম মাত্র ২ হাজার টাকা বেশি পড়ছে।
২ হাজার টাকা বেশি দিতে হলেও প্লেজার প্লাস ১১০সিসি প্ল্যাটনাম ভ্যারিয়্যান্টের লুক একেবারে আলাদা। প্রথমেই যেটা নজর কাড়বে সেটা হল, গোটা বডিতেই ম্যাট ব্ল্যাক শেড। সঙ্গে চোখ টানা ব্রাউন রঙের ইনার প্যানেল এবং ডুয়াল-টোন সিট। মিরর থেকে হ্যান্ডেলবার, ফ্রন্ট ফেন্ডার, সবেতেই দুর্দান্ত লুক। একই ভাবে পিলিয়ন ব্যাকরেস্টটিও দেখতে আকর্ষণীয়।
শুধু লুকের জন্যই নয়, হিরোর এই স্কুটারের গুণও অনেক। এটিতে রয়েছে লো ফুয়েল ইন্ডিকেটর। এটি আধুনিক বিএস-৬ মডেল। ১০০ সিসি বিএস-৬ ফুয়েল ইনজেকশন ইঞ্জিনের সঙ্গে এক্সসেন্স প্রযুক্তি রয়েছে। পাওয়ার আউটপুট ৮ বিএইচপি ৭০০০ আরপিএমের। সঙ্গে ৮.৭ এনএম ৫৫০০ টর্ক। সংস্থার দাবি, এই স্কুটার জ্বালানীর ক্ষেত্রে ১০ শতাংশ সুবিধা দেবে এবং ১০ শতাংশ পর্যন্ত দ্রুত অ্যাক্সিলেরশন দেবে।
আরও পড়ুন: এনএসসি-তে টাকা জমান মোদীও, জানুন কী কী সুবিধা মেলে এই সরকারি প্রকল্পে
হিরো মোটোকর্পের বিক্রয় বিভাগের প্রধান নবীন চৌহান জানিয়েছেন, "নতুন রূপের এই স্কুটার গ্রাহকদের খুব পছন্দ হবে বলেই মনে করা হচ্ছে। এটি স্কুটার চালানোর সময় আরাম তো দেবেই, সেই সঙ্গে এর লুক বা স্টাইলের জন্যও আকর্ষণ করবে। দামও কম।"
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy