সন্ধ্যা থেকে গাছের মগডালে বসেছিলেন। স্থানীয়দের ডাকাডাকিতেও গাছ থেকে নামেননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ডাকেও কাজ হয়নি। অবশেষে তিন ঘণ্টা ধরে পুলিশ ও দমকলের যৌথ চেষ্টায় গাছ থেকে নামানো হল ওই ব্যক্তিকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনা।
মঙ্গলবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাছে বসেছিলেন। স্থানীয়দের হাজার চেষ্টা ও ডাকাডাকিতেও তিনি নামতে চাননি। খবর দেওয়া হয় দমকল ও ডেবরা থানায়। অবশেষে রাত সাড়ে ১০টা নাগাদ ডেবরার ‘কানু’কে গাছ থেকে নামতে সক্ষম হয়। ঠিক কী কারণে ওই ব্যক্তি গাছে বসেছিলেন তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় হতবাক সকলে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ডেবরার জঙ্গলের ধারে কয়েক জন মহিলা বাড়ির পিছন দিক পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দেখেন এক অচেনা ব্যাক্তি আচমকা ছুটতে ছুটতে জঙ্গলে ঢুকে পড়েন। তার পর একটি গাছে উঠে তার মগডালে বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। আসে দমকলও। স্থানীয়দের দাবি, অনেক বোঝানোর পরেও গাছ থেকে নামতে নারাজ ছিলেন ওই ব্যক্তি। এমনকি প্রথম যে গাছে উঠেছিলেন, সেটি স্থানীয়েরা কাটার উদ্যোগ নিলে, তিনি দ্রুত আর একটি গাছের ডালে চলে যান। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গাছ থেকে নামানো হয়েছে। তাঁর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তিনি ডেবরা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই কাণ্ড ঘটালেন তা-ও খতিয়ে দেখছে তারা।