প্রাথমিক ভাবে প্রশ্ন তুলেছিল কিভ। কিন্তু শেষ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে খনিজ বণ্টন চুক্তি চুড়ান্ত করতে চলেছে তারা। এর ফলে ইউক্রেনের খনিজ পদার্থের উপর আমেরিকার ‘দখল’ পাকাপোক্ত হল বলেই মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য কাটছাঁট করে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির আপত্তি উড়িয়ে সৌদি আরবে যুদ্ধবিরতির জন্য রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সরকারের আধিকারিকেরা।
এই আবহে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতির কথা জানানোয় বিস্মিত অনেকেই। চলতি মাসের গোড়ায় মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজে আমেরিকার অগ্রাধিকারের চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন জ়েলেনিস্কি। প্রশ্ন উঠেছে, তবে কি ট্রাম্পের চাপেই নতি স্বীকার করতে চলেছেন তিনি?