Advertisement
০৬ নভেম্বর ২০২৪

খেলাপির তালিকা প্রকাশে স্থগিতাদেশ 

রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) স্বেচ্ছায় ঋণ খেলাপির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। তা না করায় প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে কারণ দেখানোর নোটিস পাঠিয়ে তীব্র ভর্ৎসনাও করেছিল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৪:০৪
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) স্বেচ্ছায় ঋণ খেলাপির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। তা না করায় প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে কারণ দেখানোর নোটিস পাঠিয়ে তীব্র ভর্ৎসনাও করেছিল। এ বার সিআইসি-র দুই নির্দেশেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল মুম্বই হাইকোর্ট।

এ দিকে, রাজনের পাঠানো ঋণ খেলাপির তালিকা প্রকাশ না করার জন্য কমিশনের ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্রও। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ইচ্ছাকৃত খেলাপিদের নাম না জানানো নিয়ে এক প্রশ্নের উত্তরে শুক্রবার সংসদে অরুণ জেটলি বলেন, ১ কোটি টাকা বা তার বেশি খেলাপিদের তালিকা এবং ২৫ লক্ষ বা তা বেশি যে সব খেলাপিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাঁদের নাম ক্রেডিট ইনফর্মেশন কোম্পানিজের ওয়েবসাইটে দেখতে পারেন মানুষ।

সম্প্রতি সিআইসির নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল আরবিআই। শীর্ষ ব্যাঙ্কের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ শুক্রবার আদালতে দাবি করেন, শীর্ষ ব্যাঙ্ককে কোনও শুনানির সুযোগ না দিয়েই কমিশন ওই নির্দেশ দিয়েছে। এ রকম কোনও তথ্য প্রকাশ করলে দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে বলেও আবদনে জানিয়েছে আরবিআই। তার পরেই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন সিআইসির নির্দেশে স্থগিতাদেশ দেয়।

অন্য বিষয়গুলি:

Reserve Bank of India HC interim stay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE