Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

এক টাকায় সোনা কিনুন অনলাইনে, উত্সাহ বাড়াতে নজরকাড়া অফার!

গয়নার দোকানে গেলে যখন এক গ্রাম সোনা কিনতে লাগছে ৩ হাজার ২০০ টাকা, তখন এত সস্তায় সোনা কেনার সুযোগ ক্রেতাদের উত্সাহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৪
Share: Save:

এক টাকাতেই কেনা যাচ্ছে সোনা! আর তা দেদার বিকোচ্ছেও। অনলাইনে। এত কম দামে সোনা কেনার সুযোগ সামনে এনেছে 'সেফগোল্ড' নামে একটি অনলাইন সংস্থা। আর্থিক লেনদেনটা হচ্ছে দু'টি পেমেন্ট অ্যাপ ফ্লিপকার্ট ও ফোনপে'র মাধ্যমে।

গয়নার দোকানে গেলে যখন এক গ্রাম সোনা কিনতে লাগছে ৩ হাজার ২০০ টাকা, তখন এত সস্তায় সোনা কেনার সুযোগ ক্রেতাদের উত্সাহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

শুধুই প্রচারের চমক নয়, নতুন এই অফারের দরুন দেশে সোনা কেনার উত্সাহ বাতাস লেগেছে, দাবি সেফগোল্ড-এর ম্যানেজিং ডিরেক্টর গৌরব মাথুরের। বলেছেন, "বহু মানুষ এক টাকায় সোনা কিনছেন। আমরাই দেখালাম, এক টাকা দিয়েও সোনা কেনা শুরু করা যায়।"

আরও পড়ুন- জানেন কি আপনার পকেটেই রয়েছে সোনার ‘খনি’!​

আরও পড়ুন- সুরাহার প্রতিশ্রুতি স্বর্ণশিল্পে

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, এই শতাব্দীতে দেশে সোনার চাহিদা সবচেয়ে বেশি বেড়েছিল ৮ বছর আগে। ২০১৮-য়। তার পর থেকেই সেই চাহিদায় ধীরে ধীরে এসেছে ভাটার টান। গত বছর পর্যন্ত সেই চাহিদা ২৩ শতাংশ কমে গিয়েছে। যা প্রমাণ করছে, দেশে সোনা কেনার উত্সাহে ঘাটতি দেখা দিয়েছে। সরকারি আইন আর কড়া করব্যবস্থার জন্যই সোনা কেনার উত্সাহে ভাটা দেখা দিয়েছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

মাথুর জানাচ্ছেন, দোকানে গিয়ে সোনা কেনার ঝামেলাও অনেক। আর অনলাইনে একটা ফোন করে ৪০ সেকেন্ড সময়েই সেই সোনা কেনা যাচ্ছে বলে উত্সাহ স্বাভাবিক ভাবেই অনেক বেড়ে গিয়েছে। এই অনলাইন সার্ভিস চালু হয়েছে গত বছর। কিন্তু এর মধ্যেই ৩০ লক্ষ ক্রেতা বা বিনিয়োগকারী পেয়ে গিয়েছে সেফগোল্ড। মাথুরের আশা, "আগামী বছরে সেই সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে যেতে পারে।"

অন্য বিষয়গুলি:

Gold Flipkart PhonePe সোনা Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE