Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Employees' Provident Fund Organisation

প্রভিডেন্ট ফান্ডে সুদ কমবে? সিদ্ধান্ত আজ

২০১৭-১৮ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন।

এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর দফতর। ছবি সংগৃহীত।

এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর দফতর। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২০
Share: Save:

প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) সুদের হার কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে সর্বোচ্চ কমিটি। ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)-এর তরফে জানানো হয়েছে, প্রায় ৫ কোটি উপভোক্তা কী হারে তাঁদের পিএফ অ্যাকাউন্টে সুদ পাবেন, তা নির্ধারণ করতে বুধবার বৈঠকে বসছে তারা।

সংবাদ সংস্থা পিটিআইকে ইপিএফও-র একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। আগের আর্থিক বছরেও সুদের হার এটাই ছিল। ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই হারই ৮.৮ শতাংশ ছিল।

ইপিএফও-র এ দিনের সিদ্ধান্তের পরেই তা অর্থ মন্ত্রককে জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই এই আর্থিক বছরের শেষে সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইপিএফও সূত্রে খবর, উপভোক্তা তাঁর অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন অথবা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন।

আরও পড়ুন
আপেলে মাখা মোম, না জেনে খেয়ে ফেলছি অনেকেই

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE