এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর দফতর। ছবি সংগৃহীত।
প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) সুদের হার কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে সর্বোচ্চ কমিটি। ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)-এর তরফে জানানো হয়েছে, প্রায় ৫ কোটি উপভোক্তা কী হারে তাঁদের পিএফ অ্যাকাউন্টে সুদ পাবেন, তা নির্ধারণ করতে বুধবার বৈঠকে বসছে তারা।
সংবাদ সংস্থা পিটিআইকে ইপিএফও-র একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। আগের আর্থিক বছরেও সুদের হার এটাই ছিল। ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই হারই ৮.৮ শতাংশ ছিল।
ইপিএফও-র এ দিনের সিদ্ধান্তের পরেই তা অর্থ মন্ত্রককে জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই এই আর্থিক বছরের শেষে সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইপিএফও সূত্রে খবর, উপভোক্তা তাঁর অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন অথবা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy