দিল্লিতে ফ্ল্যাট বিক্রি ও সেই সংক্রান্ত পরিষেবা নিয়ে ডিএলএফ-এ বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিল প্রতিযোগিতা কমিশন। এস সি সিকিউরিটিজ এবং সিগ্নেচার সিকিউটিরিজের অভিযোগ ছিল, ওই অঞ্চলের আবাসন প্রকল্প ডিএলএফ ক্যাপিটাল গ্রিন্সের তৃতীয় পর্যায়ে ফ্ল্যাট বিক্রির সময় নিজেদের বাজার দখলের বেআইনি সুবিধা নিয়েছে ডিএলএফ।
বুধবার প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, যেহেতু নয়াদিল্লির বাজারে আরও অনেক সংস্থাই আবাসন প্রকল্প তৈরি এবং বিক্রির কাজে জড়িত, সে ক্ষেত্রে ডিএলএফ-এর বাজার দখলের সুবিধা নেওয়ার প্রশ্ন তৈরি হয় না। বরং এ ক্ষেত্রে তাদের কড়া প্রতিযোগিতার মুখে পড়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি, ফ্ল্যাট কেনার জন্য অভিযোগকারী শুধুমাত্র ডিএলএফ-এ উপরই নির্ভরশীল, তা-ও নয়। ফলে তাদের এই অভিযোগের সারবত্তা নেই।
উল্লেখ্য, এর আগে বহুবার প্রতিযোগিতা কমিশনের তদন্তের মুখে পড়েছে আবাসন সংস্থা ডিএলএফ। চলতি বছরের শুরুতেই তাদের বিরুদ্ধে দু’টি আলাদা মামলায় তদন্ত শুরু করেছে কমিশন। ব্যবসায় অনিয়মের অভিযোগে ২০১১ সালে তাদের উপর ৬৩০ কোটি টাকা জরিমানাও চাপিয়েছিল তারা। এমনকী ২০০৭ সালে নতুন ইস্যুর সময়ে তথ্য জানানোয় অনিয়মের অভিযোগে গত বছর তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে বাজার নিয়ন্ত্রক সেবি-ও। আপাতত কমিশনের এ দিনের সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেল ডিএলএফ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy