এ বার ভোডাফোন ও এয়ারটেলের রাস্তায় হেঁটে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে মোবাইল ওয়ালেট আনছে বি এস এন এল। এ জন্য তারা জোট বাঁধছে স্টেট ব্যাঙ্ক (এসবিআই)-এর সঙ্গে।
বিএসএনএলের দাবি, আপাতত দেশের ছ’টি সার্কেলে এই পরিষেবা চালু হচ্ছে, যার অন্যতম ক্যালকাটা টেলিফোন্স। সংস্থা জানিয়েছে, শুধু স্মার্ট ফোনেই নয়, সাধারণ ফোনেও (ফিচার ফোন) ‘ইউএসএসডি কোড’ এবং এস এম এসের মাধ্যমে লেনদেনের সুযোগ মিলবে। প্রথম পর্যায়ে শুধু সংস্থার গ্রাহকরা এই পরিষেবা পাবেন। তবে শীঘ্রই যে-কেউ তা নিতে পারবেন।
এই বিএসএনএল-এসবিআই মোবিক্যাশ ওয়ালেটে অ্যাপ মারফত, সাধারণ ফোনে এসএমএসে বা বিশেষ ইউএসএসডি-কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। এর পর প্রাথমিক ভাবে বিএসএনএলের যে-কোনও স্বীকৃত দোকানে গিয়ে ওয়ালেটে টাকা ভরাতে হবে। কিছু দিনের মধ্যেই নেট-ব্যাঙ্কিং পরিষেবা, ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়েও টাকা ভরা যাবে।
আপাতত এই ওয়ালেট-অ্যাকাউন্ট মারফত বিএসএনএলের সব পরিষেবার খরচ মেটানো যাবে। দ্বিতীয় পর্যায় চালু হলে দোকানে কেনাকাটা বা সরকারি আর্থিক সুবিধা বণ্টনও সম্ভব হবে।
বিএসএনএলের দাবি, চালু অন্যান্য মোবাইল ওয়ালেট-এর চেয়ে তাদের এই পরিষেবা অনেক বেশি সুযোগ দেবে গ্রাহকদের। যেমন, স্বীকৃত দোকানে গিয়ে গ্রাহক তাঁর ওয়ালেট থেকে এটিএমের ধাঁচে টাকা তুলতে পারবেন। এ জন্য অবশ্য আগেই এসবিআইয়ের যে কোনও শাখায় গিয়ে তাঁকে ‘কেওয়াইসি’-র নথিপত্র জমা দিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy