মেগা সেল-এর পসরা সাজিয়ে এনে ক্রেতাদের চমকে দিয়েছিল অন লাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট। ১৪ মে ফ্লিপকার্টের দশ বছরের জন্মদিনে ‘বিগ ১০ সেল’ বাজারে এনেছিল এই সংস্থা। ৬০ হাজার টাকার আইফোন-৭ ও পাওয়া যাচ্ছিল মাত্র ৩৯,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের সেই অফারকে টেক্কা দিতে এ বার আসরে নামল আ্যামাজন। ফ্লিপকার্টের দাবি ছিল, সবচেয়ে কম দামে আইফোন দিচ্ছে তারাই। কিন্তু ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ করে এ বার আরও কম দামে আইফোন-৭ বিক্রি করছে অ্যামাজন। ফ্লিপকার্টের থেকেও ৫০০ টাকা কমিয়ে ৩৯,৪৯৯ টাকায় এ বার আইফোন-৭(৩২জিবি) দিচ্ছে অ্যামাজন।
আরও পড়ুন: ফ্লিপকার্টেই মেশার পথে স্ন্যাপডিল
তবে শুধুমাত্র আইফোনেই নয়, ফ্লিপকার্টের ‘বিগ ১০ সেল’-এ সমস্ত বৈদ্যুতিন সামগ্রীতেই দেওয়া হচ্ছে বিপুল ছাড়। গুগল পিক্সেল, ভিভো, ওপো-র স্মার্টফোনগুলিও পাওয়া যাচ্ছে বাজারের থেকে অনেক কম দামে। পাশাপাশি লাইফস্টাইল সামগ্রীর উপর ছাড় রয়েছে প্রায় ৪০-৫০ শতাংশ। ফুটওয়্যার-এর উপর ছাড় রয়েছে সর্বাধিক ৭০ শতাংশ পর্যন্ত।
সংস্থা সূত্রে খবর, এই অফার চলবে ১৮ মে পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy