প্রতীকী ছবি।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাধারণ ফোন ব্যবহার করে লেনদেনের সহজ প্রক্রিয়ার উদ্বোধন করেছেন। তাই যাঁদের কাছে স্মার্টফোন নেই তাঁরাও এখন দোকানে গিয়ে নগদের বদলে ফোন থেকেই টাকা মিটিয়ে দিতে পারবেন। কিন্তু শুরুটা কী ভাবে করবেন? আসুন দেখে নেওয়া যাক।
১) ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আপনার নম্বরে এই সুবিধা নেওয়ার কথা জানান। অনেক সময় ফোন মারফত লেনদেনের সুযোগ বন্ধ করে রাখে ব্যাঙ্কগুলি যতক্ষণ না গ্রাহক লিখিত ভাবে তা ব্যবহারের ইচ্ছা প্রকাশ করে।
২) এবার ফোনে ০৮০৪৫১৬৩৬৬৬ নাম্বারটি সেভ করুন ১২৩ ইউপিআই এই নামে
৩) নম্বরটিতে ফোন করুন
৪) আপনার নিজের মাতৃভাষা বা ইংরাজি বা পছন্দের ভাষাটি ফোনের বোতাম টিপে জানিয়ে দিন
৫) আপনার ডেবিট কার্ড নম্বর ভরতে বলবে আপনার পছন্দের ভাষাটিতেই। ভরুন
৬) এর পর আপনাকে পাসওয়ার্ড বা পিন তৈরি করতে বলবে। যে ভাবে বলবে সে ভাবে সংখ্যায় আপনার পাসওয়ার্ডটি লিখুন।
ব্যস আপনার কাজ শেষ।
এ বার চলুন টাকা পাঠানো যাক। মাথায় রাখবেন টাকা আপনি তাকেই পাঠাতে পারবেন যাঁর আপনার মতোই ফোন নাম্বার ইউপিআই-তে যুক্ত। আছে অন্য ভাবে টাকা পাঠানোর সুযোগও। এখানে দেখে নেওয়া যাক কোনও ব্যক্তিকে কী ভাবে টাকা পাঠাবেন।
১) সেভ করা নাম্বারটি ডায়াল করে ১২৩ ইউপিআই-তে ঢুকুন
২) মানি ট্রান্সফার অপশনটি বাছুন
৩) যাঁকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নাম্বারটি লিখুন
৪) যত টাকা পাঠাবেন সেই সংখ্যাটি লিখুন
৫) এবার গোপন পিন বা পাসওয়ার্ডটি লিখুন
ব্যস আপনার কাজ শেষ। মুহূর্তের মধ্যে টাকা চলে যাবে যাঁকে পাঠাতে চান তাঁর কাছে। করে দেখুন। এই ব্যবস্থাটি কিন্তু খুবই সুবিধার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy