আরবিআই গভর্নর শশীকান্ত দাস। ফাইল চিত্র।
শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই নন, এ বার থেকে সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদেরও তাৎক্ষণিক লেনদেনের সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আরবিআই গভর্নর শশিকান্ত দাস সংস্থার নয়া ‘ইউপিআই ১২৩ পে’ পরিষেবার উদ্বোধন করেছেন।
এত দিন পর্যন্ত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা নগদহীন লেনদেনের সুযোগ পেতেন। এ বার সেই সুযোগ পাবেন দেশের প্রায় ৪০ কোটি সাধারণ ফোন ব্যবহারকারীও। পাশাপাশি, ডিজিটাল অর্থপ্রদান পরিষেবায় গ্রাহকদের সুবিধার জন্য ডিজিসাথী হেল্পলাইনও চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, ইউএসএসডি (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা)-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ইউপিআই পরিষেবা পেয়ে থাকেন গ্রাহকেরা। নয়া পদ্ধতিতে চারটি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মোবাইল ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে আইভিআর (ইন্টার্যাক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করা, মিসড কল ভিত্তিক পদ্ধতি, প্রক্সিমিটি সাউন্ড ভিত্তিক এবং কিছু সাধারণ ফোনে (ফিচার ফোন) ব্যবহারযোগ্য অ্যাপ ভিত্তিক অর্থপ্রদান পরিষেবা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy