গ্রাহকদের যাতে ব্যাঙ্কে গিয়ে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য নতুন পরিষেবা চালু করছে ইউকো ব্যাঙ্ক। সোমবার আর্থিক ফল ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির এমডি-সিইও অশ্বিনী কুমার জানান, ওই পরিষেবা চালু হলে গ্রাহকেরা কখন ব্যাঙ্কে আসতে চান, তা আগে থেকেই সংশ্লিষ্ট শাখার সঙ্গে কথা বলে ঠিক করতে পারবেন। পাশাপাশি, ব্যাঙ্কটিতে সরকারের অংশীদারি ৭৫ শতাংশে নামাতে চলতি অর্থবর্ষে কেন্দ্র ইউকো ব্যাঙ্কের ২৭০ কোটি শেয়ার বাজারে বিক্রি করবে বলেও জানান তিনি।
গত জানুয়ারি-মার্চে কলকাতা ভিত্তিক ইউকো ব্যাঙ্কের মোট ব্যবসা আগের বছরের ওই সময়ের থেকে ১৪.১২% বেড়ে হয়েছে ৫,১৩,৫২৭ কোটি টাকা। নিট মুনাফা ২৩.৯৮% বেড়ে ৬৫২ কোটি। তারা ঋণ দিয়েছে ২,১৯,৯৮৫ কোটি টাকার। আমানত ১১.৫৬% বেড়ে হয়েছে ২,৯৩,৫৪২ কোটি। মোট অনুৎপাদক সম্পদ ২.৬৯%। নিট হিসাবে ০.৫০%। কুমার জানান, চলতি অর্থবর্ষে তাঁরা অফিসার ও সাধারণ কর্মী মিলে ৮৫০ জনকে নিয়োগ করবেন। খোলা হবে ১৫০টি নতুন শাখাও।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)