পশ্চিম এশিয়ার ইয়েমেনে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। এ বার তা নিয়ে আসরে নামল রাশিয়াও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ঘাঁটি লক্ষ্য করে শনিবার থেকে (স্থানীয় সময়) গোলাবর্ষণ শুরু হয়েছে। রবিবার আমেরিকায় ফোন করে এই হামলা থামানোর অনুরোধ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়েমেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান। সেই প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরোভ আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োকে ফোন করেন। বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমেরিকার প্রতিনিধির কথার উত্তরে লাভরোভ দ্রুত হামলা বন্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মার্কিন বাহিনীর শক্তি প্রয়োগ অবিলম্বে থামানো দরকার। রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজতে হবে এবং রক্তক্ষয় এড়াতে হবে। এতে উভয় পক্ষেরই লাভ।’’
আরও পড়ুন:
শনিবার ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে যে হামলা চালানো হয়েছে, এখনও পর্যন্ত তাতে মৃতের সংখ্যা অন্তত ৩১ জন। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, শনিবার আচমকা ইয়েমেনের রাজধানী সানা-সহ একাধিক শহরে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। তাদের নিশানায় ছিল মূলত হুথিদের ঘাঁটি। তবে এই হামলায় মহিলা এবং শিশু-সহ অনেক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি হুথি পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রকের। এই হামলার মাধ্যমে হুথির পাশাপাশি ইরানকেও বার্তা দিয়েছেন ট্রাম্প। হুথিদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনারা থামুন, না হলে আকাশ থেকে এ বার নরক বর্ষণ হবে।’’ একই সঙ্গে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, ‘‘অবিলম্বে হুথিদের সমর্থন করা বন্ধ করুন। ইরান থেকে আমেরিকার উপরে যদি কোনও হুমকি আসে, তার দায় সম্পূর্ণ আপনাদের। এর ফল খুব একটা ভাল হবে না।’’
বিভিন্ন সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনে ট্রাম্পের এই হামলা দীর্ঘস্থায়ী হতে পারে। তা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। লোহিত সাগরের বাণিজ্যতরীগুলিতে হুথিদের হামলা বন্ধ করতে এবং ইরানকে চাপে রাখতে এটি ট্রাম্পের নতুন কৌশল হয়ে উঠতে পারে। তিনি আমেরিকার কুর্সিতে বসার পর পশ্চিম এশিয়ায় এটিই ছিল আমেরিকার সবচেয়ে বড় হামলা। এর মাঝেই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে আগ্রহ প্রকাশ করল রাশিয়া।
পূর্ব ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বরাবর আলোচনায় বসার কথা বলে এসেছেন ট্রাম্প। কিন্তু কোনও পক্ষ এখনও সমঝোতায় আসতে পারেনি। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় আক্রমণ করে পাল্টা রাশিয়াকেও বার্তা দিতে চাইলেন ট্রাম্প।