ফাইল ছবি।
তিনি যে গুরুতর অসুস্থ তা নিয়ে জল্পনা কম হয়নি। এ বার প্রকাশ্যে এল দাঁড়িয়ে থাকা অবস্থায় কাঁপছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন— এমন একটি ভিডিয়ো। স্বভাবতই যা নতুন করে অক্সিজেন সঞ্চার করেছে পুতিনের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত চলে আসা জল্পনায়। রবিবার তোলা হয়েছে বলে দাবি করে একটি ভিডিয়ো তোলপাড় ফেলে দিয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে স্পষ্টতই অস্বস্তিতে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। গত রবিবার মস্কোর ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ৬৯ বছরের পুতিন। দাবি করা হচ্ছে, ভিডিয়োটি তখনই তোলা। যেখানে দেখা যাচ্ছে, পুতিনের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তিনি কাঁপছেন। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এই ভিডিয়োটি তুলে ধরে দাবি করেছে, পুতিনের চিকিৎসকেরা ভগ্নস্বাস্থ্যের কারণে তাঁকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বা লম্বা ভাষণ দিতে বারণ করে দিয়েছেন।
Putin’s legs shaking, he looks unsteady on his feet, fueling more speculation about his health. Video was taken Sunday. pic.twitter.com/TIVfK30tAp
— Mike Sington (@MikeSington) June 14, 2022
পুতিনের স্বাস্থ্য নিয়ে নিত্যনতুন জল্পনা নতুন কোনও বিষয় নয়। কিন্তু ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা নয়া মাত্রা পায়। তিনি গুরুতর অসুস্থ— এমন একাধিক খবর প্রকাশিত হতে থাকে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে কোনও খবরেরই আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করেনি ক্রেমলিন। এই প্রেক্ষিতে, গত মঙ্গলবার ‘ফক্স নিউজ’ তাদের একটি প্রতিবেদনে দাবি করে, পুতিন শারীরিক ভাবে এতটাই অসুস্থ যে তিনি রাজধানী ব্যতিত অন্য কোনও জায়গায় গেলে সরকারি কর্তারা তাঁর মল, মূত্র পর্যন্ত সংগ্রহ করে মস্কো নিয়ে আসেন। যাতে তা পরীক্ষা করে পুতিনের বর্তমানে শারীরিক অবস্থার কোনও হদিশ অন্য কেউ না পান। গত মাসেই পুতিনের এক ঘনিষ্ঠ ধনকুবেরকে বলতে শোনা গিয়েছিল, প্রেসিডেন্ট ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ। এই প্রেক্ষিতেই পুরস্কার বিতরণীতে দেখা গেল দাঁড়িয়ে থাকতে গিয়ে কাঁপছেন পুতিন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy