শিকার ধরতে এসে নিজেই শিকারির হাতে পর্যুদস্ত হল দুই সরীসৃপ। শিকারির শরীর থেকে মাংস তুলে নিয়ে খেতে শুরু করল শিকার হতে যাওয়া একটি পতঙ্গটি। উজ্জ্বল সবুজ রঙের একটি ম্যান্টিসকে দেখা গিয়েছে দুই শিকারিকে ধরে নাস্তানাবুদ করতে। সেই ঘটনারই ভিডিয়ো ধরা পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি নজর কেড়েছে সমাজমাধ্যমে। ছোট্ট একটি প্রাণীর শরীরে যে এই রকম অদ্ভুত ক্ষমতা থাকতে পারে তা দেখে তাজ্জব হয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়েছে। ‘আনটেমড সাফারি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গিরগিটি জাতীয় প্রাণী গাছের ডালে বসা ম্যান্টিসটির দিকে এগিয়ে যেতেই খপ করে পতঙ্গটি গিরিগিটির চোয়াল লক্ষ্য করে আক্রমণ করে বসে। ক্ষুদ্র অথচ তীক্ষ্ম, ধারালো দাঁত বসিয়ে দেয় সরীসৃপটির মুখের এক পাশে। দুটি দাঁড়া দিয়ে মাথা চেপে ধরে চোয়াল থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে ম্যান্টিসটি। পতঙ্গের কাছে অসহায় ভাবে প্রথমে আত্মসমর্পণ করতে বাধ্য হয় সরীসৃপটি। পরে মাথা ঝাঁকিয়ে কামড়ের হাত থেকে নিজেকে মুক্ত করে ফলে গিরগিটিটি। ভিডিয়োয় মাঝের অংশে দেখা গিয়েছে, ম্যান্টিসটির মুখ থেকে ঝুলছে গিরগিটি। তার মাথার চামড়া খুবলে খুবলে খাচ্ছে পতঙ্গটি।
ভিডিয়োর শেষ অংশে দেখা গিয়েছে ম্যান্টিসের হাত থেকে পার পায়নি ছোট একটি সাপও। তাকেও পাকড়াও করে নিজের দাঁড়ার প্যাঁচে বন্দি করে ফেলেছে সে। প্রথমে ছোবল মেরে আক্রমণ ঠেকাতে চাইলেও তাতে ভয় পায়নি ম্যান্টিস। সাপটিকেও কব্জা করে তাকে শিকার বানিয়ে ফেলেছে সবুজ রঙের পতঙ্গটি। পাঁচ মাস আগে পোস্ট করা এই ভিডিয়োটি আবারও ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ২৭ লক্ষের বেশি নেটাগরিক ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।