রঞ্জি ট্রফির ফাইনালে সুবিধাজনক জায়গায় বিদর্ভ। ম্যাচের তৃতীয় দিনের শেষে কেরলের প্রথম ইনিংস ৩৪২ রানে শেষ হওয়ায় ৩৭ রানে এগিয়ে রয়েছে অক্ষয় ওয়াদকরের দল। বিদর্ভ প্রথম ইনিংসে করেছিল ৩৭৯ রান। এ দিনই রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন বিদর্ভের হর্ষ দুবে। এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
দ্বিতীয় দিন খেলার শেষে প্রথম ইনিংসে কেরলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩১। আদিত্য সারওয়াতে ৬৬ এবং অধিনায়ক সচিন বেবি ৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন পুরো সময়টাই ব্যাট করল কেরল। কিন্তু বিদর্ভের রান টপকে যেতে পারলেন না বেবিরা। ২ রানের জন্য শতরান হাতছাড়া করলেন বেবি। শুক্রবার ৯৮ রান করে আউট হলেন তিনি। আদিত্যর ব্যাট থেকে এল ৭৯ রানের ইনিংস। বিদর্ভের রান টপকে যাওয়ার লক্ষ্যে ব্যাট হাতে চেষ্টা করলেন সলমন নিজ়ার (২১), মহম্মদ আজহারউদ্দিন (৩৪), জলজ সাক্সেনারাও (২৮)। কিন্তু লাভ হল না। এক সময় ৫ উইকেটে ২৭৮ রান করা কেরলের ইনিংস শেষ হয়ে গেল ৩৪২ রানে।
বিদর্ভের হয়ে বল হাতে সাফল্য পেলেন দর্শন নালকান্ডে। ৫২ রানে ৩ উইকেট নিলেন তিনি। পার্থ রাখেদে ৩ উইকেট নিলেন ৬৫ রানে। হর্ষও ৩ উইকেট পেলেন। খরচ করলেন ৮৮ রান। এই ৩ উইকেটেই রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন নজির গড়লেন তিনি। রঞ্জি ট্রফির এক মরসুমে ৬৯টি উইকেট হল তাঁর। ভেঙে দিলেন বিহারের আশুতোষ আমনের রেকর্ড। ২০১৮-১৯ মরসুমে আশুতোষ ৬৮টি উইকেট নিয়েছিলেন। হর্ষের সামনে আরও উইকেট নেওয়ার সুযোগ রয়েছে এই মরসুমে। এ ছাড়া ৮৩ রানে ১ উইকেট যশ ঠাকুরের।
আরও পড়ুন:
ফাইনালের এখনও দু’দিন বাকি। শনিবার সকালে দ্বিতীয় ইনিংস শুরু করবে বিদর্ভ। প্রথম ইনিংসের রানে এগিয়ে থাকায় সুবিধাজনক জায়গায় থাকল তারা।