২০০৮ থেকে ২০১৬-র মধ্যে ১৫১টি নতুন এমআই-১৭ভি-৫ কপ্টার কিনেছে ভারত। এ বার আরও ৪৮টি কেনার তোড়জোড়। —ফাইল চিত্র।
আরও একটি সামরিক চুক্তির তোড়জোড়। রাশিয়ার কাছ থেকে ৪৮টি এমআই-১৭ হেলিকপ্টার নিতে পারে ভারতীয় বাহিনী। কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে বলে রুশ অস্ত্র রফতানিকারী সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছেন। এ বছরের শেষ দিকে চুক্তিতে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এমআই-৮ এবং এমআই-১৭ গোত্রের প্রায় ৩০০টি হেলিকপ্টার ভারতীয় বাহিনীর হাতে ইতিমধ্যেই রয়েছে। অত্যন্ত কম সময়ে বাহিনী, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং রসদ স্থানান্তরিত করতে এই হেলিকপ্টারের জুড়ি নেই।
৮০টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার কেনার জন্য ২০০৮ সালে রুশ সংস্থা রসবোরোনেক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ২০১৩-র মধ্যে সেই কপ্টারগুলি ভারতের হাতে চলে আসে। আরও ৭১টি এমআই-১৭ভি-৫ কেনার জন্য ২০১২-১৩ অর্থবর্ষে রুশ সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। সেগুলিও গত বছরের মধ্যেই ভারত হাতে পেয়ে গিয়েছে।
ভারতীয় সেনা এবং বায়ুসেনা তো বটেই, বিএসএফ-এর হাতেও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এমআই-১৭ভি-৫ কপ্টার। —ফাইল চিত্র।
এ বার ওই গোত্রের আরও ৪৮টি কপ্টার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কিনতে চাইছে। রসোবোরোনেক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখিভ নিজেই সে কথা জানিয়েছেন। চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে এ বছর শেষ হওয়ার আগেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার পরে খুব দ্রুতই হেলিকপ্টারগুলি পাঠানো হবে ভারতে।
আরও পড়ুন: যে কোনও অনুপ্রবেশকারী শত্রুকে হারাতে সক্ষম চিনা বাহিনী: ফের বললেন শি
সামরিক হেলিকপ্টার হিসেবে এমআই-১৭ভি৫ অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর সেরা ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলির অন্যতম এই রুশ এয়ারক্র্যাফ্ট। বাহিনী এবং অস্ত্রশস্ত্র পরিবহণ, আগুন নেভানো, কনভয় এসকর্ট করা, নজরদারি, উদ্ধারকাজ-সহ নানা কাজে এই কপ্টার অত্যন্ত দক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy