ছবি: এক্স থেকে নেওয়া।
বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে উঠে সেখান থেকে নিজেদের অনুরাগীদের কাছে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবী জিম্মি ডোনাল্ডসন। সমাজমাধ্যমে অবশ্য ‘মিস্টার বিস্ট’ নামেই বেশি পরিচিত তিনি। পৃথিবীর উচ্চতম বহুতল দুবাইয়ের বুর্জ খলিফার একেবারে চূড়ায় উঠে সেখানে একটি ভিডিয়ো করেন এই খ্যাতনামী ইউটিউবার। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ৮২৮ মিটার উঁচুতে একটি টাওয়ারের মাথায় উঠে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নীচে পাখির চোখে দেখা যাচ্ছে গোটা দুবাই শহর। দুবাই শহরটিকে ছবির মতো দেখাচ্ছিল সেখান থেকে। যদিও সেখানে পৌঁছে আর নীচের দিকে তাকাতে চাননি তিনি। সেই দৃশ্যকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন জিম্মি। এই ভিডিয়োটি ‘ড্রামা অ্যালার্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ৩ নভেম্বর এটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে। তবে কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী একে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন।
ইউটিউবে গ্রাহকসংখ্যার বিচারে দীর্ঘ দিন দ্বিতীয় অবস্থানে থাকলেও সম্প্রতি ভারতের ‘টি সিরিজ়’ চ্যানেলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ‘মিস্টার বিস্ট’ চ্যানেল। আমেরিকান এই ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের চ্যানেলটির গ্রাহকসংখ্যা ৩২ কোটি ৬০ লক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy