নাইকো দুর্নীতি মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দল বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর আইনজীবী মেহবুব উদ্দিন খোকন রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই মামলাটি চলছে ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে বিচারপতি আমিনুল ইসলামের এজলাসে।
পড়ুন--আইএস নেই বাংলাদেশে, সব মার্কিন চাল, ফুঁসে উঠল ঢাকা
কমিশনের দায়ের করা মামলাটি বৈধ কি না, তা বিবেচনা করার জন্য খালেদা জিয়ার তরফে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। গত ১৮ জন বাংলাদেশের হাইকোর্ট সেটি খারিজ করে দেয়। ওই সময়েই হাইকোর্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে বলে।
কানাডার কোম্পানি ‘নাইকো’র সঙ্গে একটি ‘অস্বচ্ছ্ব’ চুক্তির মাধ্যমে দেশের কোষাগারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার নয়ছয়ের অভিযোগে খালেদা জিয়া-সহ ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে একটি মামলা দায়ের হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy