লেখা হচ্ছে ভোটের ফলাফল। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে। ছবি: রয়টার্স।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান পর্ব শুরু হয়ে গেল। ইতিমধ্যেই নিউ হ্যাম্পশায়ারের ছোট একটি শহরের ভোটের ফলাফল প্রকাশ্যে এসে গিয়েছে। ছোট ওই শহরে ভোটারের সংখ্যা মাত্র ছয়। ব্যালট খুলে দেখা যাচ্ছে, ছ’টি ভোটের মধ্যে তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ, আপাতত প্রাথমিক ফলাফল ‘টাই’।
নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচ। ১৯৬০ সাল থেকে সেখানে সশরীরে ভোটদানের পর্ব সবার আগে সম্পন্ন করা হয়। এ বারেও তার ব্যতিক্রম ঘটেনি। মাত্র ছ’জন ভোটার বলেই এই সিদ্ধান্ত। সোমবার মধ্যরাতেই (আমেরিকার সময় অনুযায়ী) ভোটাধিকার প্রয়োগ করেন ওই ছয় ভোটার। ১৫ মিনিটের মধ্যে গণনাপর্বও শেষ হয়। দেখা যায় তিনটি করে ভোট পেয়েছেন কমলা এবং ট্রাম্প। এখান থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
প্রচারের শেষ লগ্নে সোমবার পেনসিলভেনিয়ায় সভা করেন কমলা। মনে করা হচ্ছে, জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে এই প্রদেশের ইলেক্টোরাল কলেজের ফল নির্ণায়ক হতে পারে। অন্য দিকে, মিশিগানে প্রচার করে ট্রাম্পও। মঙ্গলবার ভারতীয় সময় সাড়ে ৪টের সময় আনুষ্ঠানিক ভাবে ভোটগ্রহণ শুরু হবে। তবে টাইম জ়োনে এগিয়ে থাকায় কিছু প্রদেশে তার আগেই ভোট শুরু হয়ে গিয়েছে। যেমন নিউ হ্যাম্পশায়ারের ওই শহরে। বুধবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত (ভারতীয় সময় অনুযায়ী) যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ভোটগ্রহণ চলবে। তবে ভোট পরবর্তী সমীক্ষা প্রকাশ্যে আসতে পারে ভোর সাড়ে ৩টে থেকেই। ভোটগ্রহণ পর্ব শেষ হলেই শুরু হবে গণনা। গণনায় প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেলেও পূর্ণাঙ্গ ফলাফল আসতে কয়েক দিনও লেগে যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy