Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সিরিয়ায় লড়েছিল তুরস্কের ঘাতক

বর্ষশেষের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী সিরিয়ায় আইএসের হয়ে লড়েছিল বলে দাবি তুর্কি সংবাদমাধ্যমের। হামলাকারীর সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটকও করেছে তুরস্ক সরকার।

সংবাদ সংস্থা
ইস্তানবুল শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০১:৫৩
Share: Save:

বর্ষশেষের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী সিরিয়ায় আইএসের হয়ে লড়েছিল বলে দাবি তুর্কি সংবাদমাধ্যমের। হামলাকারীর সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটকও করেছে তুরস্ক সরকার।

বর্ষশেষের রাতে হামলায় নিহত হয়েছেন দুই ভারতীয়-সহ ৩৯ জন। সান্তা ক্লজের পোশাকে এসে গুলিবর্ষণ করা আততায়ীর এখনও খোঁজ চলছে।
আজ তার একটি ছবি প্রকাশ করেছে পুলিশ। অকুস্থলের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ওই ছবি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ওই ছবির সঙ্গে মিল থাকায় তুরস্ক থেকে ফেরা লাখে মাশরাপোভ নামে এক কিরঘিজ নাগরিককে আটক করেছিল কিরঘিজস্তান সরকার। তবে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। ইস্তানবুলের কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকেও দুই বিদেশিকে আটক করা হয়েছে।

তুরস্কের এক প্রথম সারির সংবাদপত্রের দাবি, ইস্তানবুলের হানাদার সিরিয়ায় আইএসের হয়ে লড়েছিল। রাস্তায় দাঁড়িয়ে খুব কম দূরত্বে থাকা শত্রুর সঙ্গে লড়াই চালানোর প্রশিক্ষণ আছে তার। সে জন্যই তাকে এই হামলা চালানোর জন্য বেছে নেওয়া হয়। সংবাদপত্রটির দাবি, এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহে এক মহিলা-সহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ওই মহিলা আততায়ীর স্ত্রী হতে পারে বলেও দাবি সংবাদপত্রটির।

অন্য বিষয়গুলি:

Istanbul Nightclub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE