Advertisement
০২ নভেম্বর ২০২৪

ব্রিজেটকে ‘অপমান’, ক্ষুব্ধ মাকরঁ

বোলসোনারোর এক সমর্থক ফেসবুকে ৬৫ বছর বয়সি ফরাসি ফার্স্ট লেডির (বয়সে বোলসোনারোর স্ত্রী মিশেলের থেকে ২৮ বছরের বড়) একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘এটা দেখেই বোঝা যায় কেন বোলসোনারোর পিছনে পড়ে রয়েছেন মাকরঁ?’’

ইমানুয়েল মাকরঁ।

ইমানুয়েল মাকরঁ।

সংবাদ সংস্থা
রিয়ো ডি জেনেইরো শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০১:০৭
Share: Save:

আমাজনের জঙ্গলে আগুন নিয়ে ব্রাজিলের বিরুদ্ধে জোটবদ্ধ ফ্রান্স-সহ জি৭-এর অন্তর্ভূক্ত দেশগুলি। এই পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র স্ত্রী ব্রিজেটকে তেমন সুন্দর দেখতে নয় ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ঘটনার তীব্র নিন্দা করে মাকরঁ বলেন, ‘‘আমার স্ত্রীকে নিয়ে অসম্ভব অভদ্র মন্তব্য করা হয়েছে।’’

বোলসোনারোর এক সমর্থক ফেসবুকে ৬৫ বছর বয়সি ফরাসি ফার্স্ট লেডির (বয়সে বোলসোনারোর স্ত্রী মিশেলের থেকে ২৮ বছরের বড়) একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘এটা দেখেই বোঝা যায় কেন বোলসোনারোর পিছনে পড়ে রয়েছেন মাকরঁ?’’ জবাবে বোলসোনারো লিখেছিলেন, ‘‘লোকটাকে অপমান করবেন না, হা হা।’’ মাকরঁর আক্ষেপ, ‘‘কী আর বলব? খুবই দুঃখ লাগছে, তবে ওঁর জন্য, ব্রাজিলের মানুষের জন্য।’’

অন্য বিষয়গুলি:

Emmanuel Macron Brigitte Macron Jair Bolsonaro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE