চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল: নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বদলা নিয়ে চ্যাম্পিয়ন কি ভারত
আজ মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাইয়ে লড়াই ভারত এবং নিউ জ়িল্যান্ডের। এ বারের প্রতিযোগিতায় এই নিয়ে দু’বার মুখোমুখি হচ্ছে দুই দল। গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছিল নিউ জ়িল্যান্ডকে। আজ কী হবে? গুরুত্বপূর্ণ হবে স্পিনারদের ভূমিকা। টসও তফাৎ গড়ে দিতে পারে। ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজ়ে হোটাইটওয়াশ করেছিল কিউয়িরা। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে লাল বলের ক্রিকেটে সেই হারের বদলা নেওয়ার পালা। খেলা শুরু দুপুর আড়াইটে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
কানাডা, চিনের সঙ্গে শুল্কযুদ্ধ, ট্রাম্প-তুষ্টির চেষ্টায় জাপানও
কানাডা, মেক্সিকো, চিনের পরে আমেরিকার শুল্কনীতির কোপ কোন দেশের উপর গিয়ে পড়বে? ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি-সহ গোটা বিশ্বের নজর রয়েছে সেই দিকে। কানাডা, মেক্সিকোর উপর শুল্ক এক মাস স্থগিত রেখেছে আমেরিকা। তবে কানাডার দুগ্ধজাত পণ্যে ২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্কের অর্থনৈতিক সুফলও জাপান ভোগ করছে বলে দাবি করেছেন তিনি। এই চুক্তি সমানে-সমানে নয় বলেই মনে করছেন ট্রাম্প। ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনে যাচ্ছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইয়োজি মুটো। তিন দিনের সফরে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ রাখতেই এই সফর বলে জানা গিয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদ, শহরে জোড়া মিছিল
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে নামতে চলেছেন পড়ুয়ারা। আজ শহরের দু’প্রান্তে জোড়া মিছিলের ডাক দেওয়া হয়েছে। একটি মিছিল শুরু হবে হাজরা থেকে। ধর্মতলা থেকে অন্যটি। মিছিল দু’টি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে শেষ হওয়ার কথা। গত ১ মার্চ যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। হামলা হয় মন্ত্রীর গাড়িতে। তাতে আহত হন ব্রাত্য। আবার পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। আজ এই খবরে নজর থাকবে।
বিদেশিনি তরুণীকে গণধর্ষণ! কর্নাটককাণ্ডের তদন্ত
এক ইজ়রায়েলি তরুণী-সহ দু’জনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তুঙ্গভদ্রা নদীর তীরে নির্জন জায়গায়। শুধু তা-ই নয়, তাঁদের সঙ্গে থাকা এক জনকে খুনের অভিযোগও উঠেছে। তদন্তে নেমে পুলিশ শনিবার দু’জনকে গ্রেফতার করেছে। তবে এখনও তৃতীয় অভিযুক্ত অধরা। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারী। আজ ওই অভিযুক্ত ধরা পড়েন কি না, সেই খবরের দিকে নজর থাকবে।
দোলের আগে রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা, কবে থেকে
রাজ্য জুড়ে তাপমাত্রা ধীরে ধীরে আরও বৃদ্ধির সম্ভাবনা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ মার্চের পর থেকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। দোলের আগেই ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার পারদ। আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।