আমাজনের জঙ্গল মানেই একটা রোমহর্ষক ব্যাপার। আমাজনের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্পও লেখা হয়েছে। সেই আমাজনেরই একটা অংশ সম্প্রতি দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মারা পড়েছে কত শত জীব ও প্রাণী। যার মধ্যে বিরল প্রজাতি প্রাণীও রয়েছে। এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
আমাজনের জঙ্গল মানেই একটা রোমহর্ষক ব্যাপার। আমাজনের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্পও লেখা হয়েছে। সেই আমাজনেরই একটা অংশ সম্প্রতি দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মারা পড়েছে কত শত জীব ও প্রাণী। যার মধ্যে বিরল প্রজাতি প্রাণীও রয়েছে। এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক।
০২০৯
অরপাইমা: বিশ্বের স্বাদু জলের বৃহত্তম মাছ এটি। পিরারুকু নামেও পরিচিত এরা। দৈর্ঘ্যে এরা প্রায় ১০ ফুট হয়। এরা মাংসাশী হয়।
০৩০৯
গ্রিন অ্যানাকোন্ডা: বিশ্বের সবচেয়ে বড় সাপ এটি। আমাজন নদীতেই এদের দেখা মেলে। এদের দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজিরও বেশি।
০৪০৯
ক্যান্ডিরু: এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ। এদের ভ্যাম্পায়ার ফিশ-ও বলা হয়। বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, পেরুতে পাওয়া যায়।
০৫০৯
পিরানহা: এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক। আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে। এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। শিকার করে দলবদ্ধ ভাবে। এদের দাঁতে এত ধার যে নিমেষে বড় কোনও পশুকে খেয়ে ফেলতে পারে।
০৬০৯
বুল শার্ক: সাধারণত হাঙরদের সমুদ্রেই দেখা যায়। কিন্তু আমাজন নদীতে বুল শার্কের দেখা পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় ১১ ফুট মত হয়। ওজন ৩০০ কেজিও হতে পারে।
০৭০৯
দ্য পাকু: এদের পিরানহার বড় ভাই বলা হয়। মানুষের মত দাঁতই এদের বড় পরিচয়। এরা সর্বভুক।
০৮০৯
ইলেকট্রিক ইল: এরা ক্যাটফিশ প্রজাতির। দৈর্ঘ্যে প্রায় সাড়ে আট ফুটের মত হয়। এদের শরীরে ৬০০ ভোল্টের মত বিদ্যুত্ উত্পন্ন হয়।
০৯০৯
ব্ল্যাক কেমান: এদের আমাজন নদীর রাজা বলা হয়। দৈর্ঘ্যে প্রায় ২০ ফুট মতো হয়।