
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগে ইজ়রায়েল। ঘুম উড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। আণবিক অস্ত্র তৈরির থেকে তেহরানকে সরিয়ে আনতে সে দেশে সরাসরি হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের শিয়া মুলুকটির এই কর্মসূচি ভন্ডুল করতে গত কয়েক বছরে চেষ্টার ত্রুটি করেনি ইহুদিদের গুপ্তচর সংস্থা মোসাদ।

ইজ়রায়েল-ইরান সম্পর্ক যেমন সাপে নেউলে, ভারত-পাকিস্তানও ঠিক তাই। ইসলামাবাদ যাতে পরমাণু শক্তিধর হয়ে উঠতে না পারে, গত শতাব্দীতে সেই পরিকল্পনা করে ফলে ইহুদি সরকার। এ ব্যাপারে নয়াদিল্লির পূর্ণ সমর্থন পায় তেল আভিভ। কিন্তু, তার পরও নানা কারণে পাকিস্তানের পরমাণু কর্মসূচি বিনষ্ট করতে সক্ষম হয়নি ইজ়রায়েল এবং ভারত।