১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এশিয়ার অন্যতম বড় মরুভূমিকে জঙ্গলে পরিণত করতে চলেছে চিন! মরুভূমির অনেকটা অংশ জুড়ে গড়ে তুলবে এই সবুজ প্রাচীর। সেই লক্ষ্যে অনেকটা এগিয়েও গিয়েছে চিন। ২০০৯-এর হিসাব অনুযায়ী, মরুভূমির যেটুকু অংশে জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে সেই হিসেব কষলে বিশ্বের সর্ববৃহৎ মানুষ নির্মিত অরণ্য এটিই। কিন্তু প্রশ্ন হল, কেন মরুভূমিকে জঙ্গলে পরিণত করছে চিন?