গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘এক দেশ এক ভোট’ বিল নিয়ে সংসদের ভিতরে-বাইরে বিতর্ক
সংসদে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করার ছাড়পত্র মিলেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এ সংক্রান্ত ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন। এর পরে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দল ডিভিশনের দাবি তোলে। এ ক্ষেত্রে সংসদীয় বিধি মেনে কোনও বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয়। বিরোধী পক্ষের তোলা ‘ডিভিশনের’ দাবি মেনে গতকাল ‘এক দেশ এক ভোট’ বিল পেশ নিয়ে মঙ্গলবার ভোটাভুটি হয় লোকসভায়। বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। বিপক্ষে ১৯৮ জন। তবে এই বিল পেশ হলেও পাশ করাতে সরকার পক্ষকে যথেষ্ট বেগ পেতে হবে বলেই মনে করা হচ্ছে। আজ সংসদে কী হয়, তা নজরে থাকবে।
চিকিৎসকদের ধর্না কর্মসূচি: মামলার শুনানি হাই কোর্টে
ধর্মতলায় ধর্না দিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মঙ্গলবার তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্না দিতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় চিকিৎসকদের ওই সংগঠন। পুলিশ সেই অনুমতি দেয়নি। এর পরে তারা হাই কোর্টের দ্বারস্থ হন। আজ ওই মামলায় আদালত কী জানায় নজর থাকবে সে দিকে।
এক টেবিলে ভারত-চিন, সীমান্ত নিয়ে আলোচনা
পাঁচ বছর পরে আবার চিনের সঙ্গে বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে বসছে ভারত। শেষ বার এই বৈঠক হয় ২০১৯ সালে। আজ বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের সঙ্গে এটি বিশেষ প্রতিনিধি স্তরে ২৩তম বৈঠক। বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থার বিষয়ে আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি, ভারত-চিন সীমান্তের প্রশ্নে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ খোঁজা হবে। বস্তুত, ২০২০ সালে লাদাখে সীমান্ত সংঘাতের পর এই প্রথম বিশেষ প্রতিনিধি স্তরে বৈঠকে বসতে চলেছে দুই দেশ। বর্তমানে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের অচলাবস্থা কেটেছে। তার পর থেকে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক যে উন্নত হয়েছে, সে কথা সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এই পরিস্থিতিতে ডোভালের চিন সফরের দিকে নজর থাকবে আজ।
বাংলাদেশ-বিতর্ক ও ভারতের সঙ্গে সম্পর্ক
নির্বাচন নিয়ে শেখ হাসিনার সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করেছে বাংলাদেশের হাই কোর্ট। মঙ্গলবার রায়দানের সময় আদালত জানায়, তদারকি সরকারের অধীনেই বাংলাদেশে ভোট করানো যাবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার স্বচ্ছন্দে এ বার ভোট করাতে পারে। রইল না কোনও আইনি বাধা। বাংলাদেশের পরিস্থিতির পাশাপাশি ভারতের সঙ্গে সে দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।
পৌষে কমল শীত, কতটা বৃদ্ধি পাবে তাপমাত্রা
মাঝ ডিসেম্বরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy