মল। তাও যে কত দামি, এ বার বুঝবেন শিশুর বাবা-মায়েরা। সদ্যোজাত শিশুর প্রথম মল পরীক্ষা করেই নাকি বোঝা যাবে তার ভবিষ্যতের বুদ্ধিমত্তা বা যুক্তিবোধ কতটা ধারালো হবে! সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সদ্যোজাতের মল সংরক্ষণ করে তা পরীক্ষা করানোর ধুম পড়ে গিয়েছে বাবা-মায়েদের মধ্যে।
আমেরিকার কেস ওয়ের্স্টান রিজার্ভ ইউনিভার্সিটির তরফে জানা গিয়েছে, শিশুর মলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড এবং ইথাইল ইস্টার থাকে তা পরীক্ষা করেই তার ভবিষ্যতের বুদ্ধিমত্তা বা যুক্তিবোধের মাপকাঠি নির্ধারণ করা সম্ভব। গর্ভাবস্থায় মায়েরা যদি কোনও ভাবে অ্যালকোহল নেন তাহলে শিশুর বুদ্ধিমত্তার ওপর তার প্রভাব পড়ে। আর তা বোঝাও যায় শিশুর প্রথম মল পরীক্ষার মাধ্যমেই। সে কারণেই চিকিত্সকেরা বার বার গর্ভাবস্থায় মায়েদের অ্যালকোহন নিতে বারণ করেন।
গবেষক মিয়ঙ্গ মিঙ্গ জানিয়েছেন, ‘‘আমরা দেখতে চেয়েছিলাম ইথাইল ইস্টারের সঙ্গে শিশুর জ্ঞানের বিকাশের কোনও সম্পর্ক আছে কিনা। সেই সম্পর্ক প্রমাণিত হওয়ায় এই পরীক্ষা সফল হয়েছে।’’ তিনি আরও জানান, বাবা-মা দু’জনেই যদি অ্যালকোহল ফ্রি হন সেক্ষেত্রে শিশুর বুদ্ধিমত্তার স্তর অনেক ভাল হওয়ার সম্ভবনা থাকে। ১৯৯০ থেকে প্রায় চারশো শিশুর ওপর এই পরীক্ষা করে তবে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন গবেষকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy