Advertisement
০৫ নভেম্বর ২০২৪
tomb

খোঁজ মিলল সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধির, মাস খানেকের মধ্যেই আরও রহস্যের খোঁজ?

প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধি আবিষ্কার করার কথা ঘোষণা করলেন মিশরের এক দল প্রত্নতাত্বিকরা। কায়রোর দক্ষিণে সাকারা পিরামিড কমপ্লেক্সে এই সমাধিটি আবিষ্কৃত হয়েছে।

সংবাদ সংস্থা
কায়রো শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০০
Share: Save:
০১ ১১
প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধি আবিষ্কার করার কথা ঘোষণা করলেন মিশরের এক দল প্রত্নতাত্বিকরা। কায়রোর দক্ষিণে সাকারা পিরামিড কমপ্লেক্সে এই সমাধিটি আবিষ্কৃত হয়েছে।

প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধি আবিষ্কার করার কথা ঘোষণা করলেন মিশরের এক দল প্রত্নতাত্বিকরা। কায়রোর দক্ষিণে সাকারা পিরামিড কমপ্লেক্সে এই সমাধিটি আবিষ্কৃত হয়েছে।

০২ ১১
এটা একটা ব্যক্তিগত সমাধি, জানান মিশরের মন্ত্রী খালেদ-এল-এনানি।

এটা একটা ব্যক্তিগত সমাধি, জানান মিশরের মন্ত্রী খালেদ-এল-এনানি।

০৩ ১১
একেবারে যত্ন করে সংরক্ষিত ১৬ ফুটের এই সমাধিটি। রঙিন সমাধির ভিতরে রয়েছে নানা ধরনের ভাস্কর্য, জানান খালেদ।

একেবারে যত্ন করে সংরক্ষিত ১৬ ফুটের এই সমাধিটি। রঙিন সমাধির ভিতরে রয়েছে নানা ধরনের ভাস্কর্য, জানান খালেদ।

০৪ ১১
ওয়াহতিয়ে নামে এক জন শীর্ষস্থানীয় পুরোহিতের সমাধি এটি। রাজা নেফিরকারের আমলে তিনি কাজ করতেন।

ওয়াহতিয়ে নামে এক জন শীর্ষস্থানীয় পুরোহিতের সমাধি এটি। রাজা নেফিরকারের আমলে তিনি কাজ করতেন।

০৭ ১১
প্রায় ৩৩ ফুটX১০ ফুট জায়গা জুড়ে ১২টি তাকের মতো অংশে ২৪টি রঙিন মূর্তি রয়েছে তাঁর পরিবারের।

প্রায় ৩৩ ফুটX১০ ফুট জায়গা জুড়ে ১২টি তাকের মতো অংশে ২৪টি রঙিন মূর্তি রয়েছে তাঁর পরিবারের।

০৮ ১১
নভেম্বরে প্রত্নতাত্বিকরা এটি আবিষ্কার করেন। এই সমাধির খোঁজে খননের কাজ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে।

নভেম্বরে প্রত্নতাত্বিকরা এটি আবিষ্কার করেন। এই সমাধির খোঁজে খননের কাজ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে।

০৯ ১১
মুস্তাফা আবদো নামে এক কর্মী এটি প্রথম দেখেন। এর আগে এমনই এক খননের সময় আবিষ্কার হয় অজস্র বিড়াল ও গুবরে পোকার মমি।

মুস্তাফা আবদো নামে এক কর্মী এটি প্রথম দেখেন। এর আগে এমনই এক খননের সময় আবিষ্কার হয় অজস্র বিড়াল ও গুবরে পোকার মমি।

১০ ১১
পাঁচটি খাদের মতো অংশও আবিষ্কার করেছেন গবেষকরা। এর মধ্যে চারটিতে থাকা বাক্সের মুখ সিল করা। মাস খানেকের মধ্যে এখান থেকে আরও অনেক রহস্যময় নতুন জিনিস আবিষ্কার হতে পারে, বলেছেন গবেষকরা।

পাঁচটি খাদের মতো অংশও আবিষ্কার করেছেন গবেষকরা। এর মধ্যে চারটিতে থাকা বাক্সের মুখ সিল করা। মাস খানেকের মধ্যে এখান থেকে আরও অনেক রহস্যময় নতুন জিনিস আবিষ্কার হতে পারে, বলেছেন গবেষকরা।

১১ ১১
সাকারার কাছেই রয়েছে ৪৬০০ বছরের প্রাচীন দোজর পিরামিড। তার সঙ্গে এই সমাধিটির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সাকারার কাছেই রয়েছে ৪৬০০ বছরের প্রাচীন দোজর পিরামিড। তার সঙ্গে এই সমাধিটির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE