Ancient tomb of 4400 years discovered in Egypt dgtl
tomb
খোঁজ মিলল সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধির, মাস খানেকের মধ্যেই আরও রহস্যের খোঁজ?
প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধি আবিষ্কার করার কথা ঘোষণা করলেন মিশরের এক দল প্রত্নতাত্বিকরা। কায়রোর দক্ষিণে সাকারা পিরামিড কমপ্লেক্সে এই সমাধিটি আবিষ্কৃত হয়েছে।
সংবাদ সংস্থা
কায়রোশেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সমাধি আবিষ্কার করার কথা ঘোষণা করলেন মিশরের এক দল প্রত্নতাত্বিকরা। কায়রোর দক্ষিণে সাকারা পিরামিড কমপ্লেক্সে এই সমাধিটি আবিষ্কৃত হয়েছে।
০২১১
এটা একটা ব্যক্তিগত সমাধি, জানান মিশরের মন্ত্রী খালেদ-এল-এনানি।
০৩১১
একেবারে যত্ন করে সংরক্ষিত ১৬ ফুটের এই সমাধিটি। রঙিন সমাধির ভিতরে রয়েছে নানা ধরনের ভাস্কর্য, জানান খালেদ।
০৪১১
ওয়াহতিয়ে নামে এক জন শীর্ষস্থানীয় পুরোহিতের সমাধি এটি। রাজা নেফিরকারের আমলে তিনি কাজ করতেন।
০৫১১
সমাধির দরজার পাথরে হায়ারোগ্লিফিকসে খোদাই করা রয়েছে তাঁর নাম।
০৬১১
সমাধিতে খোদাই করা রয়েছে ওয়াহতিয়ে, তাঁর মা মেরিত মীন, স্ত্রী ওয়েরেত তাহ ও পরিবারের অন্যদের ছবি।
০৭১১
প্রায় ৩৩ ফুটX১০ ফুট জায়গা জুড়ে ১২টি তাকের মতো অংশে ২৪টি রঙিন মূর্তি রয়েছে তাঁর পরিবারের।
০৮১১
নভেম্বরে প্রত্নতাত্বিকরা এটি আবিষ্কার করেন। এই সমাধির খোঁজে খননের কাজ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে।
০৯১১
মুস্তাফা আবদো নামে এক কর্মী এটি প্রথম দেখেন। এর আগে এমনই এক খননের সময় আবিষ্কার হয় অজস্র বিড়াল ও গুবরে পোকার মমি।
১০১১
পাঁচটি খাদের মতো অংশও আবিষ্কার করেছেন গবেষকরা। এর মধ্যে চারটিতে থাকা বাক্সের মুখ সিল করা। মাস খানেকের মধ্যে এখান থেকে আরও অনেক রহস্যময় নতুন জিনিস আবিষ্কার হতে পারে, বলেছেন গবেষকরা।
১১১১
সাকারার কাছেই রয়েছে ৪৬০০ বছরের প্রাচীন দোজর পিরামিড। তার সঙ্গে এই সমাধিটির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।